শিক্ষার্থীদের জঙ্গিবাদ থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেন, ‘জঙ্গিদের হাতেই মুসলমানদের সবচেয়ে বেশি রক্ত ঝরেছে।’
পুলিশ প্রধান বলেছেন, ‘জঙ্গিবাদ ইসলামের সবচেয়ে বড় শত্রু। যারা জঙ্গিবাদে জড়িত তারাও ইসলামের শত্রু। তাদের হাতেই সবচেয়ে বেশি মুসলমানরা নিগৃহীত হয়েছে।’
একই সঙ্গে তিনি বলেন, সচেতনভাবে ধর্মীয় মূল্যবোধের চর্চা করতে হবে।
সোমবার রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটেরিয়ামে পুলিশ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্মীয় বিষয়ে পড়াশোনা করার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, ‘বাংলা ও ইংরেজিতে প্রচুর বই রয়েছে। তোমরা এসব ধর্মীয় বই মনোযোগ দিয়ে পড়লে ইসলামের প্রকৃত শিক্ষা নিতে পারবে। তবে ফেসবুক বা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দুই-তিন লাইন পড়ে নয়।’
যৌথ পরিবারের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, ‘অর্থনৈতিক সীমাবদ্ধতাসহ বিভিন্ন কারণ যৌথ পরিবারগুলো ভেঙে যাচ্ছে। যৌথ পরিবারে একটি শিশু দাদা-দাদি, নানা-নানিসহ পরিবারের জ্যেষ্ঠ সদস্যদের পরামর্শ পেত, তাদের সাহচর্য পেত। এতে শিশুদের নৈতিক শিক্ষার ভিত্তি মজবুত হতো। কিন্তু বর্তমানে একক পরিবারে এ সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সহসভাপতি মো. মাহবুবুর রহমান।
বাংলাদেশ পুলিশ সার্ভিস ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি-২০২০-এর আওতায় মোট ১২৪ শিক্ষার্থীকে ১৩ লাখ ৬ হাজার টাকা দেয়া হয়। এদের মধ্যে পিএসসির জনপ্রতি ১২ হাজার, জেএসসি ১০ হাজার, এসএসসি ১২ হাজার, ‘ও’ লেভেল ১০ হাজার এবং উচ্চশিক্ষাবৃত্তিতে জনপ্রতি ১০ হাজার টাকা করে দেয়া হয়।
শিক্ষার্থীদের উদ্দেশে আইজিপি বলেন, ‘মাদক থেকেও দূরে থাকতে হবে। অংকুরেই সব শেষ করে দেয় মাদক। আমাদের ভেতরে আত্মমর্যাদা থাকতে হবে। দেশের প্রতি সম্মানবোধ থাকতে হবে৷ দেশের গৌরবময় ইতিহাসকে জানতে হবে। আমাদের জাতি হিসেবে অহংকার করার মতো অনেক কিছু আছে।’
তিনি বলেন, ‘কিছু কুলাঙ্গার দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে মিথ্যাচার করেন। একজন সভ্য, ভালো মানুষ কখনো অশ্লীল কথা বলতে পারেন না। বাংলাদেশের মানুষ হিসেবে তাদের কোনো ইজ্জত নেই। তারা পরগাছা। এমন পরগাছাদের দেশের দরকার নেই।’
শিক্ষার্থীদের উদ্দেশে পুলিশপ্রধান বলেন, ‘এই জাতির ভবিষ্যৎ তোমরাই। তোমরা ভাগ্যবান তোমরা স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করেছ। এখন আমাদের শিক্ষার্থীরা বিদেশে পড়তে গেলে পড়া শেষ করে দেশে চলে আসে। কারণ বাংলাদেশ এখন অমিত সম্ভাবনার দেশ।’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৭-২৬ মার্চ খুব বেশি প্রয়োজন না হলে রাস্তায় বের না হতে শিক্ষার্থীদের অনুরোধ জানিয়েছেন আইজিপি। তিনি বলেন, ‘ভিভিআইপিদের নিরাপত্তা দেয়া আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব। পাঁচ দেশের রাষ্ট্রীয় প্রধানেরা বাংলাদেশে আসবেন, তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেবে ডিএমপি।’
একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে কোনো দলীয় কর্মসূচি না দেয়ার জন্য অনুরোধ জানান আইজিপি।