বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

উপপরিচালক পরিচয়দানকারী প্রতারক গ্রেপ্তার

  •    
  • ১৪ মার্চ, ২০২১ ১৮:২৯

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জন জানিয়েছেন, তিনি নিজেকে কখনো প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্তর্ভুক্ত এনজিওবিষয়ক ব্যুরোর উপপরিচালক, কখনো এনএসআইয়ের উপপরিচালক পরিচয় দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে চাকরি পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে সাধারণ ছাত্র, বেকার যুবক ও দরিদ্র ছাত্রদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন।

রাজধানীর মিরপুর এলাকা থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপপরিচালক পরিচয় দিয়ে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। তার নাম নাজমুল হাসান ওরফে আমিনুল ইসলাম জন।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এনএসআইয়ের সহযোগিতায় ওই ব্যক্তিকে মিরপুর-১ আহম্মেদ নগর জোনাকি রোড থেকে গ্রেপ্তার করে র‌্যাব-৪।

র‍্যাব-৪-এর অধিনায়ক পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমিনুল ইসলাম জন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপপরিচালক ও এনএসআইয়ের উপপরিচালক পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অসংখ্য লোকের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছেন- এমন অভিযোগ র‍্যাব ও এনএসআইয়ের কাছে আসে।

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত আমিনুল ইসলাম জনকে দীর্ঘদিন ধরে র‍্যাব-৪ ও এনএসআই নিবিড় পর্যবেক্ষণে রাখে এবং অভিযোগের সত্যতা পায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জন জানিয়েছেন, তিনি নিজেকে কখনো প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্তর্ভুক্ত এনজিওবিষয়ক ব্যুরোর উপপরিচালক, কখনো এনএসআইয়ের উপপরিচালক পরিচয় দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে চাকরি পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে সাধারণ ছাত্র, বেকার যুবক ও দরিদ্র ছাত্রদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত নানাবিধ নথিপত্র এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্তর্ভুক্ত এনজিওবিষয়ক ব্যুরোর ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়।

তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা হয়েছে।

এ বিভাগের আরো খবর