রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনের বিপরীতে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডার ধসে দুই চীনা নাগরিকসহ চারজন আহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার নিউজবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, আহত ব্যক্তিদের মধ্যে দুইজন চীনা নাগরিক; বাকিরা বাংলাদেশি। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত চারজনের মধ্যে তিনজনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে আমরা খবর পেয়েছি। গার্ডার ভেঙে কয়েকজন আহত হয়েছে শুনেছি। কিন্তু আমরা গিয়ে কাউকে পাইনি।’
রাস্তায় পড়ে আছেন গার্ডার ধসে আহত এক শ্রমিক। ছবি: সাইফুল ইসলামদুর্ঘটনার বিষয়ে ঢাকা বাস র্যাপিড ট্রানজিট লিমিটেডের ম্যাননেজিং ডিরেক্টর (এমডি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘এই প্রকল্পের বিমানবন্দর অংশে দুটি স্প্যান বসানো হয়েছে। তিন নম্বর স্প্যান বসানোর সময় লঞ্চিং গার্ডার স্থাপনের সময় দুর্ঘটনাটি ঘটে। এতে ৪ জন আহত হয়েছে।
‘এদের মধ্যে দুইজন চায়নিজ শ্রমিক ও দুইজন বাংলাদেশি শ্রমিক। আহত যারা ছিলেন তাদের উদ্ধার করে আমরা হাসপাতালে পাঠিয়েছি।’
মনিটরিং টিমের কোনো গাফিলতি আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মনিটরিং টিমের কোনো গাফিলতি আছে কি না সে বিষয়টা তদন্ত করে দেখতে হবে। তবে মনিটরিং সবসময় নিশ্চয়ই থাকে না।
‘স্পটে আমাদের নিরাপত্তার দায়িত্বে থাকা লোক নিযোজিত ছিল। তবে কাজটি মূলত রাতে করার কথা ছিল।’
আহতদের কোনো ধরনের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চুক্তি অনুযায়ী যদি তারা কোনো ধরনের ক্ষতিপূরণ পায় তাহলে আমরা অবশ্যই দিব।’
ঘটনাটি কেন ঘটেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তদন্ত সম্পন্ন হওয়ার আগে বলা যাচ্ছে না কেন ঘটনাটি ঘটেছে। তবে এ বিষয়ে আমাদের একটি তদন্ত কমিটি গঠিত হবে। আমাদের রেস্কিউ টিম বিশেষজ্ঞদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।’