বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আগামী দুই দিনে উত্তরাঞ্চলে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা

  •    
  • ১৩ মার্চ, ২০২১ ২৩:৩৮

আবহাওয়াবিদ ড. মো. আব্দুল মান্নান বলেন, ‘আগামী দুই দিন ঢাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা না থাকলেও দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি ও হালকা থেকে মাঝারি ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা কমে আসবে।’ 

রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন জেলায় শনিবার বছরের প্রথম কালবৈশাখী আঘাত হেনেছে।

আগামী দুই দিন ঢাকায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি ও হালকা থেকে মাঝারি ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ ড. মো. আব্দুল মান্নান নিউজবাংলাকে বলেন, ‘রোববার ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। শনিবার রাতে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় বৃষ্টি হবে। রোববার বিকেল পর্যন্ত দেশের ওই অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। একই সঙ্গে বৃষ্টির ধারা ধীরে ধীরে কমে আসবে।

তিনি বলেন, ‘আগামী দুই দিন ঢাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা না থাকলেও দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি ও হালকা থেকে মাঝারি ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা কমে আসবে।’

তিনি আরও বলেন, ‘রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও কুমিল্লা এই অঞ্চলগুলোতে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৩ মিলিমিটার। বাতাসের গতিবেগ ছিল ৫২ কিলোমিটার। তবে ঢাকা বিমানবন্দরে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ৬৫ কিলোমিটার। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমলেও শীতের সম্ভাবনা নেই। চট্টগ্রাম বিভাগ বাদে সকল বিভাগই আজ বৃষ্টির প্রবণতার আওতায় ছিল।’

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ‘লঘুচাপের বাড়তি অংশটি পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, কুমিল্লাসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুকনো থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এ বিভাগের আরো খবর