বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এক সপ্তাহের মধ্যে মশার প্রাদুর্ভাব থাকবে না: মেয়র তাপস

  •    
  • ১৩ মার্চ, ২০২১ ২০:০০

মেয়র ফজলে নূর তাপস বলেন, ‘এ বছরই প্রথম ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো প্রাণহানি ঘটেনি। আমরা দায়িত্ব পাওয়ার পরই ডেঙ্গু মোকাবিলা করেছি। মাঝে কিউলেক্স মশার আক্রমণ কিছুটা বেড়েছিল। বর্তমানে সেটি সহনীয় পর্যায়ে রয়েছে।’

এক সপ্তাহের মধ্যে মশার প্রাদুর্ভাব থাকবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র ফজলে নূর তাপস।

শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মেয়র তাপস বলেন, ‘গত এক সপ্তাহের তুলনায় মশার প্রাদুর্ভাব কমেছে। আগামী সপ্তাহের মধ্যে মশার প্রার্দুভাব নির্মূল করা হবে। জুন থেকে ডিসেম্বর পর্যন্ত মশারি ছাড়া ঘুমাতে পেরেছে মানুষ।’

তিনি বলেন, ‘এ বছরই প্রথম ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো প্রাণহানি ঘটেনি। আমরা দায়িত্ব পাওয়ার পরই ডেঙ্গু মোকাবিলা করেছি। মাঝে কিউলেক্স মশার আক্রমণ কিছুটা বেড়েছিল। বর্তমানে সেটি সহনীয় পর্যায়ে রয়েছে।’

সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে বর্ষা মৌসুমের প্রস্তুতি নিয়ে মেয়র তাপস বলেন, ‘আমরা ব্যাপক কর্মপরিকল্পনা নিয়েছি। আমাদের বিশাল কর্মযজ্ঞ চলছে। এরই মধ্যে মাত্র দুই মাসের মাথায় আমরা প্রায় দুই লাখ মেট্রিক টন বর্জ্য এবং পলিথিন সব খাল থেকে অপসরণ করেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা খালগুলোকে পুনরুদ্ধার করতে পেরেছি এবং পানিপ্রবাহ নিশ্চিত করতে পেরেছি। আমরা আমাদের অবকাঠামোগত উন্নয়নগুলো করছি। আমরা আশা রাখি, আগামী বর্ষা মৌসুমের আগেই ঢাকাকে আমরা প্রস্তুত করতে পারব, যাতে বর্ষা মৌসুমে ঢাকায় জলাবদ্ধতা না হয়।’

তিনি বলেন, ‘আপনারা জানেন, এরই মধ্যে আমরা ঢাকা ওয়াসার কাছে থাকা শহরের সব খাল, জলাশয় আমাদের নিয়ন্ত্রণে নিয়েছি। রাজউক, গণপূর্তসহ অন্যান্য সংস্থার কাছে থাকা জলাশয়গুলোও আমরা হস্তান্তর চেয়েছি।’

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানোর সময় মেয়রের সঙ্গে ডিএনসিসির বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর