সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২১-২২ সেশনের নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
শুক্রবার রাত পৌনে ১টার দিকে ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক সাবেক বিচারপতি এএফএম আব্দুর রহমান।
নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) জয়ী হয়েছে ৮টি পদে। অপরদিকে, বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ (নীল প্যানেল) জয় পেয়েছে ৬টি পদে।
নির্বাচনে জয়ী অন্যরা হলেন সহসভাপতি পদে জালাল উদ্দিন (নীল) ও মোহাম্মদ শফিক উল্ল্যা (সাদা), কোষাধ্যক্ষ পদে ইকবাল করিম (সাদা) এবং সহসম্পাদক পদে মাহামুদ হাসান (নীল) ও শাফায়াত সুলতানা রুমি (সাদা)।
সদস্য পদে জয়ী হয়েছেন মাহফুজুর রহমান রুমন (সাদা), বি এম শিবলী সাদেকিন (সাদা), এস এম ইফতেখার উদ্দিন মাহামুদ (নীল), পারভীন কায়সার মুন্নী (নীল), মিন্টু কুমার মণ্ডল (সাদা), রেদোয়ান আহমেদ রানজিব (নীল) ও মুনতাসির উদ্দিন আহমেদ (সাদা)।
আব্দুল মতিন খসরু আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থী ছিলেন। অন্যদিকে, সম্পাদক পদে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের (নীল প্যানেল) প্রার্থী ছিলেন রুহুল কুদ্দুস কাজল।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় শেষ হয় দুই দিনব্যাপি ভোট গ্রহণ।
ভোট গণনা শুরু হয় শুক্রবার বিকাল থেকে। নির্বাচনে ১৪ পদে ভোট হয়। এর মধ্যে সাতটি সম্পাদকীয় পদ এবং সাতটি কার্যনির্বাহী সদস্য পদ রয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫০ জন।
সাত হাজার ৭২১ ভোটারের মধ্যে দুই দিনে পাঁচ হাজার ৪৮৬ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
আইনজীবী সমিতির নির্বাচনে ২০২০-২১ সেশনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে আইনজীবী এ এম আমিন উদ্দিন দ্বিতীয়বার সভাপতি নির্বাচিত হয়েছিলেন। অন্যদিকে সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলের প্রার্থী আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।
১৪টি পদের মধ্যে ৬টি পদে জয় পেয়েছিল সাদা প্যানেল। সম্পাদকসহ ৮টি পদে জয় পেয়েছিল নীল প্যানেল।