বাসা থেকে পালিয়ে যাওয়ার একদিন পর রাজধানীর একটি শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির এক ছাত্রকে উদ্ধার করেছে র্যাব।
আরামবাগের একটি হোটেল থেকে শুক্রবার দুপুরে তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ আল মামুন।
নিউজবাংলাকে তিনি বলেন, ‘ছেলেটিকে তার পরিবারের কাছে পৌঁছে দেয়া হয়েছে।’
এ বিষয়ে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই শিক্ষার্থীর বাবা বৃহস্পতিবার র্যাব-২ এর কাছে অভিযোগ করেন তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি র্যাবকে জানান, তার ছেলে প্রতিদিন মসজিদে কোরআন শিখে বন্ধুদের সঙ্গে খেলতে যেত। বৃহস্পতিবার কোরআন শিখতে গিয়ে আর বাসায় ফেরেনি। রাতে তার সঙ্গে থাকা মোবাইলটিও বন্ধ পাওয়া যায়। ছেলের বন্ধু, আত্মীয়-স্বজন সবার বাসায় খোঁজ নিয়েও তার সন্ধান পাননি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্যপ্রযুক্তির সাহায্যে ওই শিক্ষার্থীর অবস্থার শনাক্ত করে শুক্রবার দুপুরে আরামবাগের একটি হোটেল থেকে তাকে উদ্ধার করে র্যাব-২। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
উদ্ধারের পর শিক্ষার্থীর বাবা জানান, বন্ধুদের প্ররোচনায় তার ছেলে বাসা থেকে পালিয়ে গিয়েছিল।