ঢাকার মশা নিধনে দুই সিটি করপোরেশনের মেয়রই ব্যর্থ বলে অভিযোগ করেছে ভাড়াটিয়া পরিষদ নামের একটি সংগঠন।
এ অভিযোগ করে মশা নিধনের দাবি জানিয়ে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সংগঠনটি। মানববন্ধনের ব্যানারে লেখা ছিল- ‘পোয়া ইঞ্চি মশা মারতে ঢাকার মেয়ররা ব্যর্থ’।
মানববন্ধন চলাকালে সেখানে এক ব্যক্তিকে মশারি টানিয়ে মশা মারার অভিনয় করতে দেখা যায়।
- আরও পড়ুন: বদলে গেছে ঢাকার মশা
মানববন্ধনে সংগঠনের সভাপতি বাহারান সুলতান বাহার বলেন, মশার উপদ্রব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন সময়ে মশা নিধন নিয়ে ঢাকার দুই সিটি করপোরেশন বিভিন্ন পদক্ষেপ নিলেও তেমন কোনো ফল পাচ্ছে না নগরবাসী।
ঢাকায় মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়েছে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ভাড়াটিয়া পরিষদ নামের একটি সংগঠন। ছবি: সাইফুল ইসলাম
ভাড়াটিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক ফাতেমা খাতুন অভিযোগ করে বলেন, গত কয়েক দিন মশার উৎপাত আরও বেড়ে গেছে। বিভিন্ন এলাকায় মশা মারতে স্প্রে করতে দেখা যাচ্ছে।
এ সময় ঢাকার দুই মেয়র আগে থেকে কেন এ পদক্ষেপ নেননি- সে প্রশ্ন রাখেন তিনি।
ভাড়াটিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক আরও বলেন, বস্তি থেকে শুরু করে অভিজাত এলাকা সর্বত্র মশা বাড়ছে।
মশার প্রজননস্থলগুলো চিহ্নিত করে বেশি বেশি স্প্রে করার দাবি জানান তিনি।
মানববন্ধনে মশা নিধনে যে ওষুধ ব্যবহার করা হচ্ছে তা কতটা কার্যকর তা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা।
প্রতীকী প্রতিবাদে একজন মশারি টানিয়ে প্রেসক্লাবের সামনে শুয়ে পড়েন। ছবি: সাইফুল ইসলাম
তারা আরও বলেন, মশার কারণে নানা রকম রোগে আক্রান্ত হচ্ছে নগরবাসী। মশাবাহিত রোগে মানুষ মারা গেলেও নগরবাসীকে মুক্তি দিতে তেমন কোনো কার্যকর ভূমিকা নিতে দেখা যাচ্ছে না দুই সিটি করপোরেশনকে।
তাদের এ সব অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজী ইসহাক মিয়া নিউজবাংলাকে বলেন, ‘আমরা আমাদের সবটুকু শক্তি দিয়েই চেষ্টা চালাচ্ছি। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছি।
‘তবে হ্যাঁ, এখন মশার মৌসুম। এ সময় প্রতি বছর মশা বাড়ে। এটা প্রাকৃতিক একটা বিষয়। বৃষ্টি হলে মশা কিছুটা কমে যাবে। তবে আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি।’