রাজধানীর দক্ষিণখান থানাধীন আশকোনা উচারটেক এলাকায় কথা কাটাকাটির জেরে শ্যালকের হাতে মো. হানিফ নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় শ্যালক এস এম জুয়েলকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহতের মরহেদ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত হানিফ ও আটক জুয়েল আশকোনা এলাকার একটি টিনশেড বাসার পাশাপাশি রুমে থাকতেন। হানিফের গ্রামের বাড়ি বরগুনার বামনা উপজেলায়। তিনি ও জুয়েল দুই জনই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিচ্ছন্নতার কাজ করতেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে জুয়লে ও হানিফের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে জুয়েল তার ভগ্নিপতি হানিফের পেটে ছুরি ঢুকিয়ে দেযন। গুরুতর আহত অবস্থায় হানিফকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ওই বাসার লোকজন জুয়েলকে আটক করে দক্ষিণখান থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মো. শামীম হোসেন বলেন, হানিফকে হত্যা করার অভিযোগে তার শ্যালক জুয়েলকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো নিহতের পরিবারের কেউ মামলা করেনি।