জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দক্ষিণ এশিয়ার পাঁচ দেশ ভারত, নেপাল, মালদ্বীপ, ভুটান ও শ্রীলঙ্কার রাষ্ট্র ও সরকারপ্রধানরা ঢাকায় আসছেন। এছাড়া ভিডিও প্ল্যাটফর্মে অনুষ্ঠানে যোগ দেবেন চীনের প্রেসিডেন্ট শিন জিন পিং, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
অনুষ্ঠান উপলক্ষে গুরুত্বপূর্ণ প্রতিনিধির মাধ্যমে ভিডিও বার্তা পাঠাবেন সৌদি বাদশাহ বা যু্বরাজ। আবুধাবি, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো থেকেও ভিডিও বার্তা আসার কথা রয়েছে।
এ ছাড়া জাপান, রাশিয়া, কুয়েত, মিশরসহ আরও কয়েকটি দেশ থেকে ভিডিও বার্তা আসছে বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
কিন্তু কোভিড-১৯-এর প্রকোপ বাড়ায় অনেক বন্ধুপ্রতিম উন্নয়ন সহযোগী দেশের সরকারপ্রধানরা আমন্ত্রণ পেয়েও আসতে পারছেন না।
অন্যদিকে, রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী রাষ্ট্র ও সরকারপ্রধানদের আমন্ত্রণপত্র পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে পৌঁছে দেয়ার রীতিও পালন সম্ভব হয়নি। ফলে এইসব জটিলতায় ঢাকায় যে ১০ দিনের উৎসব পরিকল্পনা করা হয়েছে তাতে অনেকেরই শেষ মুহূর্তে সফর অনিশ্চিত হয়ে পড়েছে।
কোভিড-১৯-এর কারণে শেষ মুহুর্তে ঢাকা সফর বাতিল করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান ও হাঙ্গেরির প্রেসিডেন্ট হানোস আদের।
তবে রাষ্ট্রগুলোর সরকারপ্রধানদের যেকোনো ধরনের অংশগ্রহণ নিশ্চিতে শুরু থেকেই তৎপর ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। ফলে অনেক দেশের সরকারপ্রধানরা উচ্চপদস্থ কর্মকর্তার মাধ্যমে ভিডিও বার্তা পাঠাচ্ছেন ঢাকায়।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন নিউজবাংলাকে বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী ছাড়াও নেপাল ও মালদ্বীপের রাষ্ট্রপতি এবং ভুটান ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে যোগ দেবেন।’
তিনি বলেন, ‘সব দেশের সঙ্গে আমাদের বন্ধুত্ব ও সদ্ভাব রয়েছে। তবে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে আমাদের বিশেষ সদ্ভাব আছে। আমরা সব সময় প্রতিবেশী দেশগুলোকে সমর্থন দিচ্ছি। তারাও আমাদের সঙ্গে সুসম্পর্ক রেখেছে।
অন্য অতিথিরা কেউ ঢাকার বাইরে যাবেন না জানিয়ে আব্দুল মোমেন বলেন, ‘সবাই জাতীয় স্মৃতিসৌধ, ধানমন্ডি ৩২ ও জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে অংশ নেবেন।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একটি ভিডিও বার্তা দেবেন। ওই বার্তাটি তাদের একজন কাউন্সিলর, যিনি মন্ত্রী পদমর্যাদার ওপরে, তিনি নিয়ে আসবেন। এ নিয়ে কাজ চলছে এবং তারা বঙ্গবন্ধুর একটি আবক্ষ ভাস্কর্য তৈরি করেছে। ঢাকার অনুষ্ঠানে তারা এটি হস্তান্তর করতে আগ্রহ প্রকাশ করেছে।’
‘এ ছাড়া অনেকে ভিডিও মেসেজ দেবেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ও কানাডার প্রধানমন্ত্রীর এসব বার্তা ২৬ মার্চের আগে আসবে।’
যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে আমন্ত্রণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘মঙ্গলবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে। হয়তো তারা কোন ধরনের মেসেজ সংগ্রহ করবেন, এটি এখনও চূড়ান্ত হয়নি, কিন্তু কাজ চলছে।’
এদিকে সৌদি আরব সফর শেষে বুধবার দেশে ফেরা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম নিউজবাংলাকে বলেন, ‘মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রায় সবাইকেই অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তবে কোভিডের কারণে দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানরা যোগ দেবেন কি না তা এখনও নিশ্চিত করা যায়নি। তবে সৌদি বাদশাহ বা যু্বরাজ উচ্চপদস্থ ও গুরুত্বপূর্ণ প্রতিনিধির মাধ্যমে ভিডিও বার্তা পাঠাবেন। আবুধাবি, সংযুক্ত আরব আমিরাতসহ অন্য দেশগুলো থেকেও ভিডিও বার্তা আসার কথা রয়েছে।’
এ ছাড়া জাপান, রাশিয়া, কুয়েত, মিশরসহ আরও কয়েকটি দেশ থেকে ভিডিও বার্তা আসছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।