বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টিকা নিয়েও করোনায় এমপি মাহমুদ উস সামাদের মৃত্যু

  •    
  • ১১ মার্চ, ২০২১ ১৫:০৬

মাহমুদ উস সামাদ চৌধুরী শ্বাসকষ্ট নিয়ে ৮ মার্চ ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। পরে করোনা পরীক্ষায় কোভিড-১৯ সংক্রমণের বিষয়টি ধরা পড়ে। এরপর তাকে প্রথমে কোভিড কেবিন ও পরে আইসিইউতে স্থানান্তর করা হয়।  

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের মৃত্যু হয়েছে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বৃহস্পতিবার বেলা ১টা ৩০ মিনিটের দিকে তার মৃত্যু হয়। হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সাজ্জাদুর রহমান শুভ নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মাহমুদ উস সামাদ চৌধুরী শ্বাসকষ্ট নিয়ে ৮ মার্চ ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। পরে করোনা পরীক্ষায় কোভিড-১৯ সংক্রমণের বিষয়টি ধরা পড়ে। এরপর তাকে প্রথমে কোভিড কেবিন ও পরে আইসিইউতে স্থানান্তর করা হয়।

ফেসবুক পোস্টে ভাইয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেন আহমেদ উস সামাদ

মাহমুদ উস সামাদ চৌধুরীর জন্ম ১৯৫৫ সালের ৩ জানুয়ারি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ১০ ফেব্রুয়ারি করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী জুলহাস আহমেদ। তিনি বলেন, ১০ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে টিকা নেন এই সংসদ সদস্য। তারপর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছিল না। তবে এক সপ্তাহ ধরে তিনি অসুস্থ বোধ করতে থাকেন। এরপর তাকে ঢাকায় নেয়া হয়। বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে ভর্তি হন মাহমুদ উস সামাদ।

এমপি কয়েসের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় তারা এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

করোনা সংক্রমণের শুরুতে নিজ সংসদীয় এলাকার মানুষকে সহযোগিতা করে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন কয়েস।

মাহমুদ উস সামাদ চৌধুরী নবম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেন তিনি।

তিনি সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের মহাসচিবের দায়িত্বে ছিলেন।

এ বিভাগের আরো খবর