বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রোহিঙ্গাদের ফেরত আনতে বলেনি সৌদি আরব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  •    
  • ১০ মার্চ, ২০২১ ২০:২৩

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবাইরের আমন্ত্রণে দেশটিতে গিয়ে আজই দেশে ফিরেছি। সেখানে তার সঙ্গে আমার আড়াই ঘণ্টার বৈঠক হয়েছে। সেখানে কোথাও রোহিঙ্গা ফেরত নেয়ার বিষয়ে আলোচনা হয়নি।’

সৌদি আরবে যাওয়া রোহিঙ্গাদের ফেরত নিতে বাংলাদেশের ওপর সৌদি আরবের কোনো চাপ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বুধবার সৌদি আরব থেকে দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সামনে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবাইরের আমন্ত্রণে দেশটিতে গিয়ে আজই দেশে ফিরেছি। সেখানে তার সঙ্গে আমার আড়াই ঘণ্টার বৈঠক হয়েছে। সেখানে কোথাও রোহিঙ্গা ফেরত নেয়ার বিষয়ে আলোচনা হয়নি।’

সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের সেপ্টেম্বর মাসে সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেয়ার আহ্বান জানিয়েছিল দেশটির সরকার।

বৈঠকে হাতে লেখা পাসপোর্ট নিয়ে যারা সৌদি আরব গিয়েছেন তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে যৌথ কমিটি গঠনের প্রস্তাব দেয়া হয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা বৈঠকের শেষ সময়ে এসে বলেছি যেসব বাংলাদেশি মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) নিয়ে সেখানে গিয়েছিল এবং এরই মধ্যে নবায়ন করতে না পেরে অনিয়মিত হয়ে পড়েছেন, তাদের নতুন করে পাসপোর্ট দেয়া হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘হাতে লেখা পাসপোর্টধারীদের বিষয়ে সিদ্ধান্ত নিতে যৌথ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছি। সেই কমিটি আবেদনকারীর নাগরিকত্বর প্রমাণ পেলেই কেবল তাদের বাংলাদেশি পাসপোর্ট দেয়া হবে।’

শাহরিয়ার আলম বলেন, ‘আমি সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অনুরোধ করেছি করোনা মহামারিসহ নানা কারণে আমাদের অনেক নাগরিক পাসপোর্টসহ অন্যান্য কাগজপত্র নবায়ন করতে না পারেননি। এতে তারা অনিয়মিত হয়ে পড়েছেন। তাদের যেন আটক করে ফেরত পাঠানো না হয়, সে বিষয়ে তিনি এগ্রি করেছেন। তবে এটি আমাদের জন্যও চ্যালেঞ্জ। কারণ আমাদের অনেক দূতাবাসই নাগরিকদের পাসপোর্ট দিতে পারছে না।’

তিনি বলেন, ‘আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে কিছু বিষয়ে একমত হয়েছি। দ্রুতই সিদ্ধান্তগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় দূতাবাস ও মিশনগুলোতে পাঠাবে। তাহলে নতুন পাসপোর্ট দিতে না পারলে এক বছরের জন্য পুরোনো পাসপোর্ট নবায়ন করা হবে। এ ক্ষেত্রে ২৫ মার্কিন ডলারের যে ফি নির্ধারিত ছিল, তা-ও মওকুফ করা হয়েছে। এটা কেবল সৌদি আরব নয়, সারা বিশ্বে বসবাসরত বাংলাদেশিদের জন্যই কার্যকর হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘সৌদি আরবে ডিটেনশন ক্যাম্পে গত বছর আমাদের জেদ্দা মিশন থেকে কর্মকর্তারা ৬৭১ বার গেছেন। সেখানে আমাদের শুধু বর্ডার এন্ট্রি নম্বর দেয়া হয়েছে। আমরা অনুরোধ করেছি নাম, পাসপোর্ট নম্বর দেয়ার জন্য। নাম, পাসপোর্ট নম্বর পেলে আমরা সেটা যাচাই বাছাইয়ে একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছি। সেই কমিটি তথ্য যাচাই করবে। রোহিঙ্গাদের ফেরত আনতে হবে, এটা সৌদি আরব বলেনি।’

তিনি বলেন, ‘অতীতে কক্সবাজার, চট্টগ্রাম এলাকা থেকে কিছু লোক নানাভাবে পাসপোর্ট নিয়ে গেছে। আবার হাতে লেখা পাসপোর্ট অন্য দেশ থেকেও বানিয়ে নেয়া যায়। সে কারণে আমরা এমআরপি পাসপোর্টে প্রাধান্য দিতে চাই। এমআরপি পাসপোর্ট আমরা সহজেই রিনিউ করতে পারি।’

সৌদি-বাংলা সম্পর্কে কোনো বিব্রতকর ইস্যু নেই

শাহরিয়ার আলম বলেন, ‘আমার সৌদি কাউন্টারপার্ট আমাকে স্পষ্ট করেছেন, সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে দ্বিমত বা দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যে কোনো বিব্রতকর ইস্যু নেই। সেটি রোহিঙ্গাদের ফেরত পাঠানো, অভিবাসী বাংলাদেশি, গালফ সামরিক জোটে যোগ দেয়া-না দেয়া, বিনিয়োগ বা অন্য যেকোনো ইস্যুই হোক।’

তিনি বলেন, ‘তিন যুগ ধরে আমাদের সেনাবাহিনী কুয়েত যুদ্ধের পর থেকে মধ্যপ্রাচ্যে মাইন সুইপিংয়ের কাজ করছে। সৌদি আরবের সঙ্গে ইয়েমেন সীমান্তে যুদ্ধ চলছে। সেখানে প্রয়োজন হলে এবং কাবাঘর আক্রমণের শিকার হলে বাংলাদেশ সেনা পাঠাতে রাজী বলে আমি তাদের জানিয়েছি।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বিনিয়োগ আকৃষ্ট করতে আমরা প্রাইভেট-পাবলিক-পার্টনারশি (পিপিপি) বিষয়ে একটি এমইউর খসড়া তাদের দিয়ে এসেছি। এটি বাংলাদেশে সৌদি বিনিয়োগের পথ উন্মুক্ত করবে। তারা চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর কাজে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছেন।’

এ বিভাগের আরো খবর