বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টিকা নিয়েও করোনা-আক্রান্ত ডিএমপি কমিশনার

  •    
  • ১০ মার্চ, ২০২১ ১১:০৫

টিকা নেয়ার প্রায় এক মাসের মাথায় করোনা শনাক্ত হয় ডিএমপি কমিশনারের। তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।

টিকা নিয়েও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিএমপির জ্যেষ্ঠ এক কর্মকর্তা নিউজবাংলাকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ৬ মার্চ করোনা টেস্টে শফিকুলের ফল পজিটিভ আসে। এরপর থেকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি আছেন তিনি।

ওই কর্মকর্তা বলেন, ‘টিকা নেবার পরও কমিশনার স্যারের আক্রান্তের বিষয়টি জানাজানি হলে সাধারণ মহলে ভুল বার্তা যেতে পারে। তাই বিষয়টি গোপন রাখা হচ্ছে। তবে স্যার ভালো আছেন।

‘তার কোনো ধরনের শারীরিক জটিলতা নেই। যেকোনো ধরনের ঝুঁকি এড়াতে ও মনিটরিংয়ের আওতায় থাকতেই হাসপাতালে ভর্তি আছেন।’

গত ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম টিকা নেন হাসপাতালটির সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা।

এরপর ৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে গণটিকাদান শুরু হয়। ওই দিনই ডিএমপি কমিশনার টিকা নেন। তার মধ্য দিয়েই পুলিশ সদস্যদের করোনা টিকা নেয়া শুরু হয়।

টিকা নেয়ার প্রায় এক মাসের মাথায় করোনা শনাক্ত হয় ডিএমপি কমিশনারের। তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।

এর আগে করোনাভাইরাস প্রতিরোধের টিকা নেয়ার দুই সপ্তাহের কম সময়ে ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব মো. মোহসীন।

সে সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সেলিম হোসেন নিউজবাংলাকে জানিয়েছিলেন, করোনা পজিটিভ হয়ে অসুস্থবোধ করায় মোহসীনকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

৭ ফেব্রুয়ারি রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে তিনি টিকা নিয়েছিলেন।

ত্রাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আরও বলেন, ১৮ ফেব্রুয়ারি ত্রাণসচিব করোনার নমুনা পরীক্ষা করতে দেন। ১৯ ফেব্রুয়ারি পরীক্ষায় ফল পজিটিভ আসে।

এ বিভাগের আরো খবর