বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মোদিকে টুঙ্গিপাড়ায় স্বাগত জানাবেন হাসিনা

  •    
  • ৯ মার্চ, ২০২১ ২২:২৪

পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী সাতক্ষীরা থেকে যাবেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানাতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাধিসৌধে তাকে স্বাগত জানাবেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভ্যর্থনা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা শুরুর পর মোদির সফর কেন্দ্র করে এই প্রথম রাজধানী ঢাকার বাইরে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন মঙ্গলবার রাতে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

করোনাভাইরাস পরিস্থিতির কারণে প্রায় এক বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে রয়েছেন। এর মধ্যে শুধু ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে গণভবন থেকে বেরিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে যোগ দিতে দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন মোদি। ২৬ মার্চ তিনি ঢাকা আসবেন। ২৭ মার্চ তিনি সাতক্ষীরা এবং গোপালগঞ্জ যাবেন।

আব্দুল মোমেন জানান, ২৭ মার্চ সকালে প্রথমে সাতক্ষীরা যাওয়ার কথা রয়েছে মোদির। সেখানে তিনি সেন বংশের শেষ রাজা লক্ষ্মণ সেনের সময়কার শ্যামনগরের যশেশ্বর মন্দির দেখতে যাবেন। সাতক্ষীরা থেকে তিনি যাবেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানাতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাধিসৌধে মোদিকে স্বাগত জানাবেন। এরপর ভারতের প্রধানমন্ত্রী সমাধিসৌধে শ্রদ্ধা জানাবেন। সমাধিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারাও রোপণ করবেন মোদি। পরে তিনি কাশিয়ানীর ওড়াকান্দি গ্রামে মতুয়াদের তীর্থস্থানে যাবেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সফরের প্রথম দিন ২৬ মার্চ মোদি জাতীয় স্মৃতিসৌধ, ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু কমপ্লেক্স, জাতীয় প্যারেড গ্রাউন্ডের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। পরদিন তিনি ঢাকার বাইরে যাবেন।’

তিনি বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী ওইসব এলাকায় যাবেন। কারণ, ওখানকার অনেক লোক পশ্চিমবঙ্গে আছেন।’

মোদি ২৭ মার্চ বিকেলে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবেন দ্বিপক্ষীয় বৈঠক করতে। সেখানে কয়েকটি কর্মসূচির ভার্চুয়াল উদ্বোধন হবে এবং কিছু চুক্তি হবে। এরপর তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সেখান থেকে সন্ধ্যায় বিমানবন্দরে যাবেন ভারতে ফেরার জন্য।

এ বিভাগের আরো খবর