আসন্ন রমজানে ভোজ্যতেল, চিনি, ছোলা, মসুরের ডাল, খেজুর ও পেঁয়াজের সরবরাহে কোনো ঘাটতি থাকবে না বলে মন্ত্রিসভাকে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠক হয়। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
সচিব বলেন, ‘বাণিজ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন, আমাদের যে পরিমাণ চাহিদা, সে পরিমাণ মজুত আছে। টিসিবি যা আমদানি করছে, তা রোজার অনেক আগেই দেশে চলে আসবে।’
তিনি বলেন, ‘ওই ছয়টি পণ্য যেগুলো আমাদের রোজার সময় বিশেষ প্রয়োজন, সেগুলোর কোনো অসুবিধা হবে না। এবার আমরা একটু কমফোর্টেবল (স্বস্তিদায়ক) অবস্থায় আছি।’
রমজানে পণ্যের দাম বেড়ে যাওয়ার বিষয়টি সামনে আনা হলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘দাম বাড়ার বিষয়টা মার্কেটের ওপর নির্ভর করে। তবে আশা করা যাচ্ছে, সরবরাহে কোনো ঘাটতি হবে না। সরবরাহ যখন বেশি থাকবে, মাল্টিপল সাপ্লাইয়ার থাকবে, তখন দাম এমনিতেই নিয়ন্ত্রণে থাকবে।’
মন্ত্রিসভার বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা বৈঠকে সরাসরি অংশ নেন।
বৈঠকে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন-২০২১-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এ ছাড়া বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন-২০২১, সরকারি ঋণ আইন-২০২১ এর খসড়া, পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস আইন-২০২১-এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়।