জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে জুতা পায়ে ওঠার ঘটনার নিন্দা জানিয়েছে ভাষাশহীদ রফিক স্মৃতি পরিষদ। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানায় সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা ভাষাশহীদ রফিক স্মৃতি পরিষদ ইতিমধ্যে লক্ষ্য করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে শিক্ষার্থী ও বহিরাগত মানুষজন জুতা পায়ে অহরহ উঠছেন। এতে শহীদদের প্রতি অবমাননা করা হচ্ছে বলে আমরা মনে করছি। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশে 'শহীদ মিনারে জুতা পায়ে ওঠা নিষেধ', 'সামনে শহীদ মিনার, জুতা খুলে উঠুন' লেখা সংবলিত কোন সাইনবোর্ড না থাকায় অনেকে শহীদ মিনার না বুঝে জুতা পায়ে উঠছেন বলে মনে করে সংগঠনটি। এ ব্যাপারে অনতিবিলম্বে পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ‘জুতা খুলে শহীদ মিনারে ওঠার জন্য মিনারের সামনে সাইনবোর্ড ছিল। সেগুলো উঠে গেছে। আমরা নতুন সাইনবোর্ড লাগানোর ব্যবস্থা করব।’