রাজধানীর সবুজবাগ এলাকায় ‘সংঘবদ্ধ ধর্ষণের’ অভিযোগে গ্রেপ্তার দুই আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
রিমান্ড ফেরত দুই আসামি হলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের-বিআইডব্লিউটিএ ও তার এক নারী সহযোগী।
সোমবার সবুজবাগ থানার পুলিশ দুই আসামিকে আদালতে হাজির করেন। পরে আসামিরা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হওয়ায় তা রেকর্ড করার জন্য আদালতে আবেদন করা হয়।
পরে আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে অস্বীকৃতি জানালে ঢাকার বিচারিক হাকিম সত্যব্রত শিকদার তাদের দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এক নারীকে ব্যাংকে চাকরি দেয়ার নাম করে ১৫ ফেব্রুয়ারি দক্ষিণ মাদারটেকে একটি বাসায় ডেকে নেন তার পূর্বপরিচিত এক ব্যক্তি। সেখানে ওই নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। সে বাসায় অন্য এক নারীসহ চারজন ছিলেন।
এ ঘটনায় ১ মার্চ সবুজবাগ থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন ওই নারী। রাতে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে।
২ মার্চ ঢাকা বিচারিক হাকিম আসামিদের পাঁচ দিন করে রিমান্ডের আদেশ দেন।