ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগ ও কুমিল্লা জেলার দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্য অঞ্চলের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তরের ডিউটি ফোরকাস্টিং অফিসার রুহুল কুদ্দুস নিউজবাংলাকে জানান, সারা দেশে সোমবার দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী ৭২ ঘণ্টায় দিনের আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানান তিনি।
কুমিল্লার আকাশ সকাল থেকে হালকা মেঘাচ্ছন্ন রয়েছে বলে জানিয়েছেন জেলা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ ইসমাইল ভূঁইয়া।তিনি জানান, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশে কুমিল্লাসহ পশ্চিমবঙ্গ, হিমালয় ও তার কাছাকাছি এলাকায় হালকা বৃষ্টি ও অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্র বৃষ্টির সম্ভাবনা আছে।
এ ছাড়া রোববার ঢাকা, কুমিল্লা ও শ্রীমঙ্গলে সামান্য বৃষ্টি হয়েছে। সোমবার রাতেও সিলেটে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বাতাস ও বজ্রপাতের সম্ভাবনা আছে বলে জানিয়েছেন জেলা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী।রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীর বদলগাছীতে। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল দিনাজপুরে।