স্বাধীনতা-সংগ্রামে বাঙালিকে ঝাঁপিয়ে পড়তে ৭ মার্চের সেই বজ্র ঘোষণার সুবর্ণজয়ন্তীর দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন তার দুই কন্যা।রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে রোববার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা।
শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা।
৫০ বছর আগে ১৯৭১ সালের ৭ মার্চ বাঙালির ইতিহাসের সেই অবিস্মরণীয় দিনটির সূচনা হয়েছিল। এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দানে উত্তাল জনসমুদ্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বজ্রকণ্ঠে আওয়াজ তুলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’
এই ভাষণের মধ্য দিয়ে পাকিস্তানি শাসকগোষ্ঠীর নিপীড়নের বিরুদ্ধে নিরস্ত্র বাঙালিকে মুক্তির মন্ত্রে উজ্জীবিত করেন বঙ্গবন্ধু। বাঙালির স্বাধীনতা-সংগ্রাম জনযুদ্ধে পরিণত হয়। ওই ভাষণে উদ্দীপ্ত হয়ে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ আর ৩০ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত হয় মহান স্বাধীনতা। বিশ্ব মানচিত্রে নিজস্ব স্থান করে নেয় লাল-সবুজের বাংলাদেশ।
ভোরে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি দিবসটি উদযাপনে বেলা ৩টায় ‘ঐতিহাসিক ৭ মার্চ’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়।সেখানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।