বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ রাব্বি হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ জোনাল টিমের পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামানকে আসামিপক্ষের আইনজীবীদের জেরা শেষ হয়।
আগামী ১৪ মার্চ আসামিদের আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য রাখার সুযোগ দিয়েছেন ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান।
সেদিন আসামিরা ইচ্ছে করলে রাষ্ট্রপক্ষের সাক্ষীদের বক্তব্য খণ্ডন করার জন্য সাফাই সাক্ষী হাজির করতে পারবেন।
মামলাটির সাফাই সাক্ষী শেষ হলে হবে যুক্তিতর্ক। এর পর আলোচিত এই মামলার রায় ঘোষণা হবে।
আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আবু আব্দুল্লাহ ভূঞা তথ্যটি নিউজবাংলাকে নিশ্চিত করেন।
গত ৩১ জানুয়ারি একই আদালতে ওয়াহিদুজ্জামানেরৎ জবানবন্দি গ্রহণ শেষ হয়। এরপর থেকে তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা ।
২০২০ সালের ১৫ সেপ্টেম্বর চার্জশিটভুক্ত ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়। এরপর ৫ অক্টোবর আবরারের বাবা বরকতউল্লাহর জবানবন্দি ও জেরা করার মধ্য দিয়ে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে পিটুনির শিকার হয়ে মারা যান আবরার ফাহাদ। পরদিন তার বাবা বরকতউল্লাহ ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় মামলা করেন যাদের প্রায় সবাই ছাত্রলীগের নেতা-কর্মী।
গত বছর ১৩ নভেম্বর মামলায় ২৫ জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দেন গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ জোনাল টিমের পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান।
মামলার আসামিদের মধ্যে এজাহারভুক্ত ১৯ জনের মধ্যে ১৭ জন এবং এজাহারবহির্ভূত ছয়জনের মধ্যে পাঁচজন গ্রেপ্তার আছেন। বাকি তিন জন পলাতক।