বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নাসির-তাম্মির বিয়ে: প্রতারণা ঠেকাতে এবার হাইকোর্টে রাকিব

  •    
  • ৪ মার্চ, ২০২১ ১৯:১৪

বিয়ে ও ডিভোর্সের মাধ্যমে প্রতারণা ঠেকাতে হাইকোর্টে রিট করেছেন ক্রিকেটার নাসিরের সদ্য বিবাহিতা স্ত্রী তামিমা সুলতানা তাম্মির আগের স্বামী রাকিব হাসানসহ তিন ব্যক্তি ও একটি সংগঠন।

পারিবারিক সম্মান রক্ষা করতে কেন্দ্রীয়ভাবে ওয়েবসাইট তৈরি করে বিয়ে ও ডিভোর্সের নিবন্ধন ডিজিটালাইজেশন করার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বৃহস্পতিবার রিটটি করেন ‘ভুক্তভোগীদের’ আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান। রাকিব ছাড়া রিটকারী অন্যরা হলেন সোহাগ হোসেন, কামরুল হাসান ও এইড ফর ম্যান ফাউন্ডেশন। তবে রিট শুনানির বেঞ্চ এখনও নির্ধারণ হয়নি।

রিটে আইন সচিব, তথ্য ও প্রযুক্তি সচিব, ধর্ম সচিব ও বিটিআরসির চেয়ারম্যানকে বিবাদি করা হয়েছে।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি প্রতারণা থেকে বাঁচাতে বিয়ে ও ডিভোর্স নিবন্ধন ডিজিটালাইজ করার নির্দেশনা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। এর জবাব না পাওয়ায় রিট করা হয়েছে বলে জানান আইনজীবী ইশরাত।

আইনি নোটিশে, বলা হয়, বিয়ে ও ডিভোর্স নিবন্ধনের আইনগত বিধান থাকলেও তা ডিজিটাল না করায় অসংখ্য প্রতারণার ঘটনা ঘটেছে। এছাড়া, বিয়ে গোপন রেখে ডিভোর্স না দিয়ে বিয়ে করার ঘটনাও ঘটতে দেখা যাচ্ছে। এর ফলে, সন্তানের পিতৃ পরিচয় নিয়ে জটিলতা দেখা যাচ্ছে। বিয়ে সংক্রান্ত অপরাধ বেড়ে অসংখ্য মামলা হচ্ছে। তাই বিয়ে ও ডিভোর্স ডিজিটালাইজ করলে জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে অনুসন্ধান করলেই সব তথ্য বেরিয়ে আসবে। এতে প্রতারণার হাত থেকে অসংখ্য মানুষ রক্ষা পাবে।

রিটকারিদের আইনজীবী ইশরাত হাসান নিউজবাংলাকে বলেন, ‘বিয়ে ও ডিভোর্সের ক্ষেত্রে রেজিস্ট্রেশন আনুষ্ঠানিকভাবে ডিজিটাল হওয়া জরুরি। বর–কনের ছবিসহ বিয়ে ও তালাকের রেজিস্ট্রেশন ডিজিটালাইজ হলে তথ্যের সত্যতা যাচাই করা যাবে। এর ফলে তথ্য গোপন করে কেউ প্রতারণা করতে পারবে না।’

আরও পড়ুন: বিয়ে তালাক দিয়েই: তাম্মি; বাজে বকলে অ্যাকশন: নাসির

ক্রিকেটার নাসিরের স্ত্রী তামিমা সুলতানা তাম্মি আগের স্বামীকে তালাক না দিয়েই নাকি আবার বিয়ে করেছেন- এমন অভিযোগে সম্প্রতি উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি করেন তামিমার আগের স্বামী রাকিব হাসান। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার মধ্যে ২৪ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে আসেন নাসির-তাম্মি।

ওই সংবাদ সম্মেলনে তাম্মি দাবি করেন, আগের স্বামী রাকিব হাসানকে তালাক দিয়েই তিনি নাসিরকে বিয়ে করেছেন। আর নাসির বলেন, তাম্মিকে নিয়ে কেউ বাজে কথা বললেই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো খবর