কারাগারে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার লেখক মুশতাক আহমেদের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ও আইজি প্রিজনস গঠিত আলাদা তদন্ত কমিটির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন তিনি।
মুশতাক গত বছরের মে মাস থেকে কারাবন্দি ছিলেন। ২৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে তার মৃত্যু হয়।
কারা কর্তৃপক্ষ বলছে, মুশতাক বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কারা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লেখকের মৃত্যু নিয়ে সচিবালয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তদন্ত কমিটির অভিমত এই যে এটা ন্যাচারাল ডেথ (স্বাভাবিক মৃত্যু)। পোস্টমর্টেম রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে।’
মন্ত্রী বলেন, ‘সবগুলো কমিটির অভিমত এ রকম। তারা ভিডিও ফুটেজ এবং কারাগারে তার (মুশতাক) সঙ্গে যারা অন্তরীণ ছিলেন, তার রুমে যে কজন ছিলেন, কর্তব্যরত চিকিৎসক-কারাগারে যারা ছিলেন এবং হাসপাতালে যারা নিয়ে গিয়েছিলেন তাদের অভিমত নিয়ে তারা যে রিপোর্টটি প্রদান করেছে সেখানে তারা এটাকে ন্যাচারাল ডেথ বলেছে।’
সুরতহাল প্রতিবেদনে মুশতাকের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি জানিয়ে মন্ত্রী আরও বলেন, ‘ন্যাচারাল ডেথ মানে এটা অস্বাভাবিক মৃত্যু নয়। সেটাই তারা তাদের তদন্ত রিপোর্টের মধ্য দিয়ে আমাদের জানিয়েছে। সবগুলো প্রতিবেদনে আমরা এ তথ্য পেয়েছি। আমরা ফাইনালি পোস্টমর্টেম রিপোর্টের পরে আরও বিস্তারিত জানতে পারব।’
তদন্ত প্রতিবেদনের সূত্র ধরে মন্ত্রী বলেন, ‘সাক্ষীরা এবং তার রুমমেটরা বলেছেন, তিনি বাথরুমে গিয়েছিলেন। সেখানে তিনি ফেইন্ট হয়েছিলেন। কারাগারে চিকিৎসাসেবার যে সুবিধা ছিল সেটা তাকে দেয়া হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়।’
অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।