রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) ছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ আবার পিছিয়েছে।
২৩ মার্চ নতুন তারিখ দিয়েছে আদালত।
এই মামলার প্রতিবেদন দেয়ার দিন ছিল বৃহস্পতিবার। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি নতুন দিন নির্ধারণ করেন। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই সাজেদুল হক প্রতিবেদন দাখিল করতে পারেননি। এ নিয়ে এই প্রতিবেদন জমার তারিখ দ্বিতীয় দফা পেছাল।
গত ৩১ জানুয়ারি চারজনকে আসামি করে রাজধানীর মোহাম্মদপুর থানায় মামলা করেন তরুণীর বাবা। মামলায় অজ্ঞাতপরিচয় আরও একজনকে আসামি করা হয়।আদালত এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য ১৫ ফেব্রুয়ারি তারিখ রাখে। এরপর প্রতিবেদন দেয়ার তারিখ দুই দফা পেছাল।এই মামলায় তরুণীর বন্ধু মর্তুজা রায়হান চৌধুরী, নুহাত আলম তাফসীর, সাফায়েত জামিল ও বান্ধবী ফারজানা জামান নেহা কারাগারে আছেন। আসামিদের মধ্যে মর্তুজা রায়হান চৌধুরী আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৮ জানুয়ারি বিকেল ৪টায় মর্তুজা রায়হান ওই তরুণীকে নিয়ে মিরপুর থেকে আসামি আরাফাতের বাসায় যান। সেখানে স্কুটার রেখে আরাফাত, ওই তরুণী ও রায়হান একসঙ্গে উবারে করে উত্তরা ৩ নম্বর সেক্টরের ব্যাম্বুসুট রেস্টুরেন্টে যান।সেখানে আগে থেকেই আরেক আসামি নেহা ও এক সহপাঠী ছিলেন। তারা ওই তরুণীকে জোর করে অতিরিক্ত মদ পান করান।
এজাহারে আরও বলা হয়, মদ পানের একপর্যায়ে তরুণীটি অসুস্থ বোধ করলে রায়হান তাকে মোহাম্মদপুরে তার এক বান্ধবীর বাসায় পৌঁছে দেয়ার কথা বলে নুহাতের বাসায় নিয়ে যান। সেখানে তরুণীকে ধর্ষণ করেন রায়হান। এ সময় রায়হানের বন্ধুরাও কক্ষে ছিল।
ধর্ষণের পর রাতে ওই তরুণী অসুস্থ হয়ে বমি করলে রায়হান তার আরেক বন্ধু অসীম খানকে ফোন করেন। সেই বন্ধু পরদিন এসে তরুণীকে প্রথমে ইবনে সিনা ও পরে আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করেন। দুই দিন লাইফ সাপোর্টে থাকার পর ৩১ জানুয়ারি ওই তরুণীর মৃত্যু হয়।
তবে নিহত ওই শিক্ষার্থীকে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানান ময়নাতদন্ত করা চিকিৎসক শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান সেলিম রেজা।