বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা

  •    
  • ৪ মার্চ, ২০২১ ১২:৫২

এইচ টি ইমামের প্রথম জানাজা নামাজ নিজ গ্রাম সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। আকবর আলী সরকারি কলেজ মাঠে বেলা ১১টার সময় এ জানাজা হয়।

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের প্রথম জানাজা নিজ গ্রাম সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে।

আকবর আলী সরকারি কলেজ মাঠে বেলা ১১টার সময় তার প্রথম জানাজা হয়। সেখানে হাজার হাজার মানুষ অংশ নেন।

উল্লাপাড়া উপজেলার সোনতলা তফছির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মাঠে এয়ার অ্যাম্বুলেন্স করে শেষবারের মতো নিজ বাড়ি আনা হয় তাকে।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহমেদের নেতৃতে তাকে গার্ড অব অনার দেয়া হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মওদুদ আহমেদ, জেলা অতিরিক্ত পুলিশ সুপার সরাফত হোসেন।

পরে জেলা আওয়ামী লীগ, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

তার মৃত্যুতে সোনতলাসহ উল্লাপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন।

এইচ টি ইমামের পুত্র ও উল্লাপাড়া আসনের সংসদ সদস্য তানভীর ইমাম তার বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

বুধবার রাত ১টা ১৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন এইচ টি ইমাম। তিনি দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮২ বছর।

তার মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন।

এইচ টি ইমামের পুরো নাম হোসেন তৌফিক ইমাম। তিনি ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে পাকিস্তান সিভিল সার্ভিসের চাকরি ছেড়ে দেন। পরে মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের মন্ত্রিপরিষদ সচিব ছিলেন।

২০১৪ সাল থেকে তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বে ছিলেন।

এইচ টি ইমাম ২০০৮ সালের জাতীয় নির্বাচনে ১৪ দলীয় জোটের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৯ সালে তাকে মন্ত্রী পদমর্যাদায় জনপ্রশাসন-বিষয়ক উপদেষ্টা নিয়োগ করেন শেখ হাসিনা।

এইচ টি ইমামের জন্ম ১৯৩৯ সালের ১৫ জানুয়ারি, টাঙ্গাইল শহরে। তিনি পাবনা এডওয়ার্ড কলেজ থেকে ১৯৫৪ সালে এইচএসসি পাস করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৮ সালে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৬১ সালে পাকিস্তান সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ স্থান লাভ করে যোগ দেন সরকারি চাকরিতে।

এ বিভাগের আরো খবর