বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এইচ টি ইমামের প্রথম জানাজা উল্লাপাড়ায়, দাফন বনানীতে

  •    
  • ৪ মার্চ, ২০২১ ০৮:৪২

উল্লাপাড়ায় জানাজা শেষে সব স্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য এইচ টি ইমামের মরদেহ দুপুর সাড়ে ১২টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার রাখা হবে। আসরের নামাজের পর রাজধানীর গুলশানে আজাদ মসজিদ দ্বিতীয় জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের প্রথম জানাজা সিরাজগঞ্জের উল্লাপাড়া আকবর আলী সরকারি কলেজ মাঠে হবে।বেলা ১১টায় এ জানাজা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার।

তিনি জানান, উল্লাপাড়ায় প্রথম জানাজা শেষে সব স্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য এইচ টি ইমামের মরদেহ দুপুর দেড়টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। আসরের নামাজের পর রাজধানীর গুলশানে আজাদ মসজিদে হবে দ্বিতীয় জানাজা। পরে বনানী কবরস্থান প্রাঙ্গণে ঢাকা জেলা প্রশাসনের গার্ড অব অনার শেষে তাকে দাফন করা হবে।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বুধবার রাত সোয়া ১টার দিকে মৃত্যু হয় এইচ টি ইমামের। তার বয়স হয়েছিল ৮২ বছর।

বিষয়টি নিশ্চিত করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

এইচ টি ইমাম দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি অসুস্থতা বাড়লে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। তার মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।

এইচ টি ইমামের পুরো নাম হোসেন তৌফিক ইমাম। তার জন্ম ১৯৩৯ সালের ১৫ জানুয়ারি টাঙ্গাইল শহরে। তিনি পাবনা এডওয়ার্ড কলেজ থেকে ১৯৫৪ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন।

১৯৫৮ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর পাস করেন। ১৯৬১ সালে তিনি পাকিস্তান সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করে সরকারি চাকরিতে যোগ দেন।

১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে পাকিস্তান সিভিল সার্ভিসের চাকরি ছেড়ে দেন এইচ টি ইমাম। পরে মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করেন। ২০১৪ সাল থেকে তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছিলেন।

এইচ টি ইমাম ২০০৮ সালের জাতীয় নির্বাচনে ১৪ দলীয় জোটের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৯ সালে তাকে মন্ত্রী পদমর্যাদায় জনপ্রশাসন-বিষয়ক উপদেষ্টা নিয়োগ করেন শেখ হাসিনা।

এ বিভাগের আরো খবর