বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

করোনার টিকা: ভ্যাটমুক্ত সুবিধা কেবল সরকারের

  •    
  • ৩ মার্চ, ২০২১ ২৩:০৬

বেক্মিমকো ফার্মা ১০ লাখ টিকা দেশে আনতে চায়। বেসরকারি হাসপাতালগুলোও টিকা প্রয়োগ করতে চায়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, তারা বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসতে পারে। তবে তারা এই সুবিধা পাবে না।

করোনা ভাইরাসের টিকা আমদানির সব স্তর থেকে মূল্য সংযোজন কর বা ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে। অর্থাৎ করোনার টিকা আমদানি, উৎপাদন, সরবরাহ, সংরক্ষণ ও বিপণন করলে কোনো স্তরেই ভ্যাট দিতে হবে না।

তবে কেবল বাংলাদেশ সরকার এই সুবিধা পাবে। বেসরকারি পর্যায়ে তা প্রযোজ্য হবে না। বেসরকারি পর্যায়ে যারা টিকা আনতে যাচ্ছে, তাদেরকে ভ্যাট দিতে হবে।

জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর বুধবার এ বিষেয় প্রজ্ঞাপন জারি করেছে।

এনবিআর বলেছে, করোনা মহামারি প্রতিরোধে দেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে জনস্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বাংলাদেশে করোনার টিকা এখন পর্যন্ত কেবল সরকারি খাতে আনা হয়েছে। তবে সিরাম থেকে টিকা কেনায় মধ্যস্থতা করা বেক্মিমকো ফার্মা ১০ লাখ টিকা দেশে আনতে চায়। এই টিকা ফার্মাসিউটিক্যাল সেক্টরে কর্মরতদেরকে প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন।

বেসরকারি হাসপাতালগুলোও টিকা প্রয়োগ করতে চায়। এ জন্য তারা সরকারের কাছ থেকে ১০ লাখ টিকা চেয়েছিল। তবে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বেসরকারি পর্যায়ে প্রয়োগের জন্য সরকার কোনো টিকা দেবে না। তবে যে কোনো প্রতিষ্ঠান বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসতে পারে।

এনবিআরেরর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে নিউজবাংলাকে বলেছেন, ‘আগে থেকেই করোনার টিকা আমদানিতে ভ্যাট মওকুফ করা হয়েছে। কিন্তু আইন অনুযায়ী আমদানি ছাড়াও উৎপাদন, সরবরাহ, সরংক্ষণ, বিপণন ও পরিবহন পর্যায়ে ভ্যাট আরোপ রয়েছে।

‘সরকার বিনা মূল্যে দেশের জনগণকে করোনার টিকা দিচ্ছে । তাই, টিকাদান কর্মসূচি যাতে সুষ্ঠুভাবে শেষ করতে পারে সে জন্য আমদানির পাশাপাশি সব স্তর থেকে ভ্যাট মওকুফ করেছে।’এনবিআরে ভ্যাট নীতি বিভাগের প্রথম সচিব কাজী ফরিদ উদ্দিন স্বাক্ষরিত এনবিআরের প্রজ্ঞাপনে বলা হয়, ‘জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা ও দেশের করোনা মহামারি মোকাবিলায় সরকার বদ্ধ পরিকর।

‘কভিড-১৯ টিকা এই দুর্যোগকালীন পরিস্থিতিতে, জনস্বাস্থ্য সুরক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

‘এ অবস্থার পরিপ্রেক্ষিতে, এনবিআর বিদ্যমান ভ্যাট আইনের ক্ষমতাবলে কভিড-১৯ নিরোধক টিকা আমদানির পরবর্তী সংরক্ষণ, বিপণন, পরিবহন ও সরবরাহ এবং টিকাদান কর্মসূচির ফির উপর শর্ত সাপেক্ষে প্রযোজ্য ভ্যাট অব্যাহতি প্রদান করা হলো।’

এ বিভাগের আরো খবর