বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আসছে বর্ষায় কমবে জলাবদ্ধতা : তাজুল ইসলাম

  •    
  • ৩ মার্চ, ২০২১ ১৮:৩১

মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন এতদিন রাজধানীর খালগুলো ওয়াসার কাছে থাকার কারণে সিটি করপোরেশন ভালোভাবে দায়িত্ব পালন করতে পারেনি। এখন খালগুলোর দায়িত্ব বুঝে পাবার পর সেগুলো পুনরুদ্ধার করে পানিপ্রবাহ ফিরিয়ে আনতে কাজ করছে দুই সিটি করপোরেশন।

এবারের বর্ষায় জলাবদ্ধতা ও জনভোগান্তি দুটোই কমবে রাজধানীবাসীর জন্য এমন আশ্বাস দিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

বুধবার দুপুরে রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন পান্থকুঞ্জ পার্কের বক্স কালভার্ট পরিদর্শন ও পান্থকুঞ্জ অন্তবর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র (এসটিএস) উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘এতদিন আমাদের খালগুলো ওয়াসার কাছে থাকার কারণে সিটি করপোরেশন ভালোভাবে দায়িত্ব পালন করতে পারেনি। এখন খালগুলোর দায়িত্ব বুঝে পাবার পর সেগুলো পুনরুদ্ধার করে পানিপ্রবাহ ফিরিয়ে আনতে কাজ করছে ‍দুই সিটি করপোরেশন।

পাশাপাশি, দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন তিনটি ওয়াটার পাম্প অচল ছিল, সেগুলোর একটিকে ইতিমধ্যেই সচল করা হয়েছে। বাকি দুটিরও মেরামত কাজ চলছে, শিগগিরই আমরা সেগুলো চালু করতে পারব বলে আশা করছি। মে মাস থেকে আপনারা এর ফলাফল পাবেন।’

অন্যান্য বছরের তুলনায় এবার জলাবদ্ধতা নিরসনে রাজধানীবাসী ব্যাপক পরিবর্তন দেখতে পাবেন বলে দাবি করেন মন্ত্রী।

এর আগে সকালে রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন বাসাবো খাল, জিরানী খাল, মান্ডা খাল, সেগুনবাগিচা খাল ও শ্যামপুর খালসহ ওয়াটার পাম্পগুলো পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

এর আগে, গত বছর ৩১ ডিসেম্বর রাজধানীর জলাবদ্ধতা নিরসনে শহরের ২৬টি খাল ও ড্রেনেজ ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে ঢাকা ওয়াসার কাছ থেকে দুই সিটি করপোরেশনে হস্তান্তর করা হয়। ফলে, এখন থেকে ঢাকার জলাবদ্ধতা নিরসনের পুরো দায়িত্ব দুই সিটি করপোরেশনের।

৩২ বছর আগে এক ‘ভুল’ প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকার পানি নিষ্কাশনের দায়িত্ব ওয়াসাকে দেয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান । তিনি এও বলেন, এবার দায়িত্বটি সঠিক সংস্থার হাতে পড়েছে। এর মধ্য দিয়ে সেই ভুলের অবসান হলো।

এর আগে, গত বছরের ১ ডিসেম্বর রাজধানীর জলাবদ্ধতা নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘আমরা ঢাকাবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তি দেয়ার জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদি কার্যক্রম হাতে নিচ্ছি।’

এই লক্ষ্যে আগামী বর্ষা মৌসুমের আগেই ডিএসসিসির আওতাধীন এলাকার খালগুলো দখলমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন করার ঘোষণা দেন তাপস।

জলাবদ্ধতার কারণে রাজধানীবাসীর জন্য বর্ষাকাল হলো ভোগান্তির আরেক নাম। একটু ভারী বৃষ্টিপাত হলেই রাস্তাগুলো পানিতে তলিয়ে যায়। আকস্মিক জলাবদ্ধতায় অসহনীয় দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে।

এ বিভাগের আরো খবর