এক সপ্তাহের মধ্যে তিন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান ঢাকা সফরে আসছেন। দক্ষিণ এশিয়ার তিন প্রতিবেশি দেশ ভারত, নেপাল ও মালদ্বীপের সরকার ও রাষ্ট্রপ্রধানরা এই সফরে আসছেন।
স্বাধীনতার ৫০ বছর পূর্তি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে তারা ঢাকা আসছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহামেদ সলিহ, নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী এই সফরে ঢাকা আসছেন।
১৭ মার্চ থেকে ২৬ মার্চের মধ্যে তাদের ঢাকা সফরের কথা রয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমরা একটি কর্মসূচি ঠিক করেছি। এতে ভারতীয় প্রধানমন্ত্রী ছাড়াো আরও রাষ্ট্রধানদের আসার কথা রয়েছে। ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে এই কর্মসূচি সাজানো হয়েছে।’
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৬ ও ২৭ মার্চ ঢাকা সফর করবেন এবং স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহামেদ সলিহ এবং নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী ২৬ মার্চের আগেই ঢাকা সফরের কথা রয়েছে। তারা তিনজনই ঢাকা সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন।
তুরস্ক ও হাঙ্গেরির রাষ্ট্রপ্রধানদেরও এই সময়ের মধ্যে ঢাকা সফরের কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে না আসায় তাদের সফরের সম্ভাবনা কম।