অবৈধ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আত্মসমপর্ণের পর জামিন পেয়েছেন বগুড়া-২ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ।
সোমবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম তার জামিন দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আদালত পরিদর্শক আমিনুল ইসলাম নিউজবাংলাকে জানান, সাংসদ শরিফুল ইসলাম উচ্চ আদালত থেকে তিন সপ্তাহের জামিন পেয়েছেন।
জামিনের মেয়াদ শেষ হওয়ায় সোমবার বিচারিক আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন শরিফুল।
তার পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী নাজিবুল্লাহ হিরু ও সিরাজুল ইসলাম।
- আরও পড়ুন: জাপার সাংসদ জিন্নাহর নামে দুদকের মামলা
মামলাটির তদন্ত চলছে, অভিযোগপত্র এখনও দেয়া হয়নি। এ জন্য আদালত অভিযোগপত্র না দেয়া পর্যন্ত তাকে জামিন দিয়েছে।
২ ফেব্রুয়ারি দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি করেন দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম।
মামলার এজাহারে বলা হয়েছে, বগুড়া-২ আসনের এই সাংসদের বিরুদ্ধে ১ কোটি ৫৯ লাখ ৭৮ হাজার ১১৩ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৮৯ লাখ ২৭ হাজার ৫৫৮ টাকার সম্পদের তথ্য গোপনের প্রমাণ মিলেছে।
এর আগে ২০১৯ সালের ১৭ এপ্রিল জিন্নাহকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। উপপরিচালক জাহাঙ্গীর আলম তাকে তলবি নোটিশ পাঠান। ২৪ এপ্রিল প্রয়োজনীয় নথিপত্র নিয়ে তাকে দুদকে আসতে বলা হয়। তবে সেবার তিনি হাজির না হয়ে সময় চেয়ে আবেদন করেন। ৭ মে তিনি দুদকে হাজির হন।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালে ১৬ সেপ্টেম্বর তাকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ পাঠায় দুদক।