বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিমানের শিডিউল ঠিক করতে চান নতুন ব্যবস্থাপনা পরিচালক

  •    
  • ১ মার্চ, ২০২১ ২০:৪৪

আবুল সালেহ্ মোস্তফা কামাল বলেন, ‘যথাসময়ে বিমান ছাড়তে না পারার কারণে যাত্রী হারাচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তাই যেকোনো মূল্যে বিমানের শিডিউল ঠিক রাখতে হবে।’

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট শিডিউল ঠিক রাখাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠানটির নতুন ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ্‌ মোস্তফা কামাল। দায়িত্ব নেয়ার পর সোমবার বিকেলে কুর্মিটোলায় বিমানের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আবুল সালেহ্ মোস্তফা কামাল বলেন, ‘যথাসময়ে বিমান ছাড়তে না পারার কারণে যাত্রী হারাচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তাই যেকোনো মূল্যে বিমানের শিডিউল ঠিক রাখতে হবে। কিন্তু শিডিউল ঠিক রাখাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

তিনি বলেন, ‘প্রতিযোগিতার যুগে বিমানের যথাযথ সেবা নিশ্চিতে এর কোনো বিকল্প নেই। তাই করোনার ধাক্কা সামাল দিতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের মাধ্যমে বিমানকে এগিয়ে নিতে হবে।’

সংবাদ সম্মেলনে বিমানকে দুর্নীতিমুক্ত করতে দৃঢ় প্রত্যয়ের কথা ব্যক্ত করেন বিমানের নতুন ব্যবস্থাপনা পরিচালক। তিনি বলেন, ‘যদি কখনও দেখি আমার কোনো অঙ্গে ক্যানসার হয়ে গেছে এবং সেই অঙ্গ ফেলে দিলে বাকি অঙ্গগুলো ঠিকমতো কাজ করবে, সে ক্ষেত্রে ক্যানসার আক্রান্ত অঙ্গ ফেলে দিতে কুণ্ঠাবোধ করব না।’

‘আমি সবাইকে বলি, আমি যদি নির্মোহ থাকি, যদি নির্লোভ থাকি তা হলেই বিমানে নির্ভয়ে কাজ করতে পারব। এই শব্দগুলোর শুদ্ধি অভিযান পরিচালনার সঙ্গে যোগসূত্র আছে।’

২৩ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পান আবুল সালেহ্ মোস্তফা কামাল। নিয়োগ পাওয়ার পর ২৫ ফেব্রুয়ারি থেকে বিমানের দায়িত্ব নেন তিনি। এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

সালেহর আগে এই পদে ছিলেন মোকাব্বির হোসেন। তাকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।

এ বিভাগের আরো খবর