ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পের ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সহকারী সেক্রেটারী জেনারেল অ্যাম্ব ইউসুফ আল দোবায়ে।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন ওআইসির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবির এবং ভাসানচর পরিদর্শন করে। এর নেতৃত্ব দেন সংস্থাটির সেক্রেটারি জেনারেল সেক্রেটারী জেনারেল অ্যাম্ব ইউসুফ আল দোবায়ে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিনিধিদল প্রথমে নোয়াখালীর হাতিয়ায়, মেঘনা মোহনায় অবস্থিত ভাসানচরে যায়। সেখানে পরিদর্শনের বসবাসরত রোহিঙ্গাদের সামগ্রিক বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে তারা কথা বলেন। পরে তারা রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এরপর তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যান এবং সেখানে বসবাসরত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। এসময় ওআইসির সহকারী সেক্রেটারি জেনারেল মিয়ানমারের নিপীড়িত রোহিঙ্গাদের অবিচ্ছিন্ন মানবিক সহায়তা এবং অস্থায়ী আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেন।
ভাসানচরে পরিদর্শন করেন (ওআইসি) সহকারী সেক্রেটারী জেনারেল অ্যাম্ব ইউসুফ আল দোবায়ে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি ভাসানচরের অবকাঠামোর পাশাপাশি রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সরকারের দেয়া সুযোগ-সুবিধা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। একই সঙ্গে এই মানবিক সংকট সমাধানে ওআইসির সহায়তা অব্যাহত রাখার কথা জানান।
প্রতিনিধি দলের মিয়ানমারের জন্য ওআইসির সেক্রেটারি জেনারেলের বিশেষ প্রতিনিধি ইব্রাহিম খাইরাত, মুসলিম সম্প্রদায় ও সংখ্যালঘু বিষয়ক পরিচালক, রাজনৈতিক বিষয়ক অধিদফতর ও ওআইসি জেনারেল সেক্রেটারিয়েটের কর্মকর্তারাও ছিলেন।