বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পিকআপ নয়, কার চায় পুলিশ

  •    
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২১ ১৯:২৮

উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশের উত্তরণের প্রসঙ্গ টেনে আইজিপি বলেন, ‘বাংলাদেশ এলডিসি থেকে গ্র্যাজুয়েট করেছে, আমার মনে হয় সময় এসেছে পিকআপের পরিবর্তে পেট্রলে কার ইন্ট্রোডিউস করার। সমস্ত আধুনিক পুলিশ, সভ্য পুলিশ বা অ্যাডভান্স কান্ট্রিগুলো পিকআপ ব্যবহার করে না। এরা সবাই কার ব্যবহার করে।’

পিকআপে চড়ে টহলে অনীহা পুলিশের, কার চায় তারা। উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশের নাম ওঠায় টহল কাজে পুলিশের কার ব্যবহারের সময় এসেছে বলে মনে করেন বাহিনীটির মহাপরিদর্শক বেনজীর আহমেদ।

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে শনাক্তকরণ প্রযুক্তি ও বিজ্ঞাপনচিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে উদ্দেশ করে বেনজীর বলেন, ‘আমাদের যে কাজটা করতে হবে, আমাদের পিকআপ থেকে উই ওয়ান্ট টু সুইচ আউট পেট্রল ইন টু কারস। সভ্য দেশে স্যার, পিকআপে কিন্তু কোনো পেট্রল করে না। পেট্রল করে কারে। আমাদের দেশে কী কারণে পিকআপ আসছে পাবলিকলি বলতে চাই না, পরে আপনাকে একসময় বলব।’

জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) থেকে জানানো হয়, দ্বিতীয় দফায় ত্রিবার্ষিক পর্যালোচনায়ও স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উন্নয়নশীল দেশের তালিকাভুক্ত হওয়ার শর্ত পূরণ করতে পেরেছে বাংলাদেশ।

উন্নয়নশীল দেশের কাতারে যেতে এখন বাংলাদেশের প্রস্তুতি পর্ব চলবে। এ পর্ব শেষে ২০২৬ সালে উন্নয়নশীল দেশে ওঠার সব প্রক্রিয়া শেষ হবে।

এ প্রসঙ্গ টেনে আইজিপি বলেন, ‘বাংলাদেশ এলডিসি থেকে গ্র্যাজুয়েট করেছে, আমার মনে হয় সময় এসেছে পিকআপের পরিবর্তে পেট্রলে কার ইন্ট্রোডিউস করার। সমস্ত আধুনিক পুলিশ, সভ্য পুলিশ বা অ্যাডভান্স কান্ট্রিগুলো পিকআপ ব্যবহার করে না। এরা সবাই কার ব্যবহার করে।’

এ সময় র‌্যাবের প্রযুক্তি ‘অনসাইটি আইডেন্টিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেম’ নিয়েও কথা বলেন বেনজীর আহমেদ। জানান, পুলিশের জন্যও এই ডিভাইসটি ব্যবহার করতে চান তিনি।

পুলিশপ্রধান বলেন, ‘দেশীয়ভাবে করার কারণে এগুলোর দাম কম পড়বে বলে আমি মনে করি। সেক্ষেত্রে সার্ভার ক্যাপাসিটি যদি ভালো থাকে, তাহলে আমি পুলিশ ফোর্সকে বলব এই ডিভাইসটি ব্যবহার করার জন্য।’

সরকারের অর্থ অপচয় করতে চান না জানিয়ে আইজিপি বলেন, ‘পুলিশের পক্ষ থেকে সেকেন্ড টাইম আবিষ্কার করার দরকার নাই। এতে করে পয়সা নষ্ট হবে বেশি। আমি মনে করি যে যদি সার্ভার সাপোর্ট করে তাহলে এই ডিভাইস আমরা কিনে ব্যবহার করতে চাই।’

এ বিভাগের আরো খবর