বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কার্টুনিস্ট কিশোরের রিমান্ড শুনানি দুপুরে

  •    
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২১ ১১:৪০

এ মামলায় প্রায় ৯ মাস কারাগারে আছেন কিশোর, তার সঙ্গে কারাবন্দি লেখক মুশতাক আহমেদ বৃহস্পতিবার মারা যান। এই দুজনই আদালতে ছয়বার আবেদন করেও জামিন পাননি।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে নতুন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের করা আবেদনের শুনানি হবে দুপুরে।

ঢাকা মুখ্য মহনগর হাকিম আদালতের বিচারক মহানগর হাকিম মো. জসিমের আদালতে এ শুনানি হবে।

কিশোরকে আদালতে হাজির করার কথা থাকলেও বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে জানতে মামলার তদন্ত কর্মকর্তা মো. আবসারকে বেলা ১১টার দিকে ফোন করা হলে ব্যস্ততার কথা বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।

তবে আদালতের একটি নথিতে নিউজবাংলা দেখেছে, কিশোরের উপস্থিতিতেই এই রিমান্ড শুনানি হবে।

এর আগে সকালে এ মামলার নথিপত্র পর্যালোচনার জন্য তলব করেন ঢাকার মুখ্য মহানগর হাকিম জুলফিকার হায়াত। সাড়ে ৯টায় নথিপত্র নিয়ে আদালতের রমনা থানার নিবন্ধন শাখার সদস্য মো. সোলাইমান সিএমএম দপ্তরে প্রবেশ করেন।

এ মামলায় প্রায় ৯ মাস কারাগারে আছেন কিশোর, তার সঙ্গে কারাবন্দি লেখক মুশতাক আহমেদ বৃহস্পতিবার মারা যান। এই দুজনই আদালতে ছয়বার আবেদন করেও জামিন পাননি।

কিশোর, মুশতাকসহ ১১ জনের বিরুদ্ধে গত বছরের মে মাসে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে র‌্যাব। অন্য ৯ আসামি হলেন রাজনৈতিক সংগঠন রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল ইসলাম ভূঁইয়া, নেত্র নিউজের এডিটর-ইন-চিফ তাসনিম খলিল, ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক মিনহাজ মান্নান, যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক শাহেদ আলম, জার্মানিপ্রবাসী ব্লগার আসিফ মহিউদ্দিন, হাঙ্গেরিপ্রবাসী জুলকারনাইন সায়ের খান (সামি), আশিক ইমরান, স্বপন ওয়াহিদ ও ফিলিপ শুমাখার।

ওই মামলায় ৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় রমনা থানা-পুলিশ। তবে সেখানে সুইডেনপ্রবাসী সাংবাদিক তাসনিম খলিল ও আল জাজিরায় সাক্ষাৎকার দিয়ে বিতর্কিত জুলকারনাইন সায়ের খানসহ (সামি) আট আসামির নাম না থাকায় আদালত অধিকতর তদন্তের নির্দেশ দেয়।

ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে এই তদন্ত করে ২৩ ফেব্রুয়ারি প্রতিবেদন দিতে বলেছিলেন বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন। তবে ২৩ ফেব্রুয়ারি নতুন তদন্ত কর্মকর্তা সিটিটিসির উপপরিদর্শক মো. আবসার আদালতে প্রতিবেদন দেয়ার সময় বাড়াতে আবেদন করেন।

এর দুই দিন পর ২৫ ফেব্রুয়ারি কিশোর ও মুশতাককে নতুন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আদালত এ আবেদনের ওপর শুনানির জন্য ২৮ ফেব্রুয়ারি তারিখ দেয়। তবে ওই দিন রাতেই মুশতাক আহমেদ মারা যাওয়ায় রোববার কেবল কিশোরের রিমান্ডের বিষয়ে শুনানি হচ্ছে।

বিষয়টি শনিবার নিউজবাংলাকে নিশ্চিত করেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধন শাখার সদস্য বাবুল হোসেন। তিনি বলেন, ‘আহমেদ কিশোরকে রোববার কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হবে। এরপর তার উপস্থিতিতে রিমান্ড শুনানি হবে।’

তবে কিশোরের বড় ভাই লেখক আহসান কবির শনিবার সন্ধ্যায় নিউজবাংলাকে বলেন, ‘বিচারিক আদালতে কিশোরের রিমান্ড আবেদনের শুনানির বিষয়ে আমরা কিছু জানি না।’

এ মামলায় কারাগারে যাওয়া আরেক আসামি দিদারুল ইসলাম ভূঁইয়া জামিন পেতে তিনবার আবেদন করেন বিচারিক আদালতে। এরপর তিনি হাইকোর্টে আবেদন করে জামিনে মুক্তি পান। এ ছাড়া আরেক আসামি ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমন গ্রেপ্তারের চার মাস পর বিচারিক আদালত থেকেই জামিন পান। বাকি আসামিদের সবাই দেশের বাইরে আছেন।

এ বিভাগের আরো খবর