ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার লেখক মুশতাক আহমেদের মৃত্যুকে ‘বর্বর হত্যাকাণ্ড’ হিসেবে দেখছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
মুশতাকের মৃত্যু নিয়ে শুক্রবার এক বিবৃতিতে দলটির এ অবস্থানের কথা জানান সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম।
মানুষের কণ্ঠরোধ করতেই এমন হত্যাকাণ্ড অভিযোগ করে সিপিবি নেতারা বিবৃতিতে বলেন, ‘দমননীতি ও নিবর্তনমূলক আইনে কারান্তরীণ লেখকের মৃত্যু কোনো সাধারণ মৃত্যু নয়। এটি একটি বর্বর হত্যাকাণ্ড!’
তারা বলেন, ‘ক্ষমতাসীন সরকার লেখক মুশতাক আহমেদের হত্যার জন্য দায়ী। তিনি মতপ্রকাশের অধিকারের জন্য প্রাণ উৎসর্গ করেছেন।’
ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় গত বছরের মে মাসে গ্রেপ্তারের পর থেকে কারাবন্দি ছিলেন লেখক মুশতাক। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে তার মৃত্যু হয়।