বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ধানমন্ডিতে তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ

  •    
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২১ ২৩:৩৮

স্বজনরা জানিয়েছেন, এ ঘটনার জন্য ভবনের পঞ্চম তলার এক ভাড়াটিয়ার ছেলেকে সন্দেহ করছেন তারা। মেয়েটির বয়স হয়েছিল ২০ বছর।

রাজধানীর ধানমন্ডি এলাকায় মালয়েশিয়ার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীকে ছয়তলা ভবনের ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

স্বজনরা জানিয়েছেন, এ ঘটনার জন্য ভবনের পঞ্চম তলার এক ভাড়াটিয়ার ছেলেকে সন্দেহ করছেন তারা। মেয়েটির বয়স হয়েছিল ২০ বছর।

এ বিষয়ে রাত দেড়টার দিকে কলাবাগান থানার উপপরিদর্শক জিয়াউর রহমান নিউজবাংলাকে বলেন, ‘সুরতহাল শেষে মরদেহ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হবে।’

এর আগে রাত সাড়ে ১১টার দিকে নিউজবাংলাকে তিনি বলেন, ‘আমরা ছাদ থেকে ফেলে দিয়ে হত্যার একটা অভিযোগ পেয়েছি। ভিকটিম গ্রিন লাইফ হাসপাতালে আছে। সেখানে সুরতহালের কাজ চলছে; তদন্তও চলছে। বিস্তারিত পরে জানাতে পারব।’

শিক্ষার্থীর ফুফা নিউজবাংলাকে বলেন, ‘আমার ভাগ্নি মালয়েশিয়ায় পড়াশোনা করত। করোনার মধ্যে সে দেশে আসে। এতদিন ধরে সে বাসায় (তৃতীয় তলায়) অবস্থান করছিল। বিকেলে সে ছাদে যায়। সাড়ে ৪টার দিকে তাকে ফোন দিয়ে নিচে নামতে বলা হলে সে জানায় একটু পরে নামব।

‘সন্ধ্যায় জানতে পারি বিল্ডিংয়ের পেছন থেকে লোকজন তাকে উদ্ধার করে গ্রিন লাইফ হাসপাতালে নিয়ে গিয়েছে। ডাক্তার সেখানে তাকে মৃত ঘোষণা করেন।’

আপনারা এ ঘটনায় কাউকে সন্দেহ করছেন কিনা- জানতে চাইলে তিনি বলেন, ‘আমার ভাগ্নি যে বাসায় থাকে সেই বাসার পাঁচতলায় একটি পরিবারের ছেলে আছে। ছেলেটি আমার ভাগ্নিকে ডিস্টার্ব করত। বিষয়টি তার পরিবারকে জানানো হলেও তারা গুরুত্ব দেয়নি।’

শিক্ষার্থীর ফুফা জানান, মেয়েটি রাজধানীর ভিকারুন্নেসা নুন স্কুল থেকে এইচএসসি পাসের পর উচ্চশিক্ষার্থে মালয়েশিয়ায় যান।

তিনি বলেন, ‘তার এমন মৃত্যু পরিবারের সদস্যরা কোনোভাবেই মানতে পারছে না। আমরা শনিবার সকালে মামলা করব।’

এ বিভাগের আরো খবর