বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৩১ কোটি টাকা আত্মসাৎ: বহিষ্কৃত আ. লীগ নেতাকে গ্রেপ্তারের নির্দেশ

  •    
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২১ ১৭:০৭

আইনজীবী আবুল কালাম আজাদ জানান, এসআইবিএলের ৩১ কোটি টাকা দুর্নীতির মামলায় বৃহস্পতিবার চার্জ গঠনের দিন ধার্য ছিল। এ দিন মান্নান অনুপস্থিত থাকার জন্য সময় চান।আদালত আবেদন নাকচ করে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন।

বগুড়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) ৩১ কোটি টাকা দুর্নীতি মামলায় আব্দুল মান্নান নামে বহিষ্কৃত এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আদালত।

মান্নান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ছিলেন। দলীয় সিদ্ধান্তের বাহিরে পৌর নির্বাচনে অংশ নেয়ায় গত ২৩ ফেব্রুয়ারি তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। তিনি বগুড়া জেলা ট্রাকমালিক সমিতির সভাপতি ও বগুড়া পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

বুধবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন স্পেশাল জজ আদালতের বিচারক এমরান হোসেন চৌধুরী।

পরোয়ানার বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া দুদকের আইনজীবী আবুল কালাম আজাদ।

এর আগে ২০১৯ সালের ১৬ এপ্রিল একই মামলায় শুকরা এন্টারপ্রাইজের মালিক আবদুল মান্নান আদালতে আত্মসমর্পণ করতে গেলে তাকে জেলহাজতে পাঠায় আদালত। পরে তিনি উচ্চ আদালত থেকে জামিন পান।

আইনজীবী আবুল কালাম আজাদ জানান, এসআইবিএলের ৩১ কোটি টাকা দুর্নীতির মামলায় বৃহস্পতিবার চার্জ গঠনের দিন ধার্য ছিল। এ দিন মান্নান অনুপস্থিত থাকার জন্য সময় চান। আদালত আবেদন নাকচ করে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন।

দুদকের করা ৩১ কোটি দুর্নীতির এই মামলায় আব্দুল মান্নানের বিরুদ্ধে ২৬ লাখ টাকা লোপাটের অভিযোগ রয়েছে। মামলায় অভিযুক্ত অন্য ব্যক্তিরা হলেন ব্যাংকের বরখাস্ত হওয়া কর্মকর্তা রফিকুল, আতিকুল কবির, মাহবুবুর রহমান, জালিয়াত চক্রের সদস্য মো. আকতার হোসেন, মো. জহুরুল হক, মো. এনামুল হক, মাকসুদুল হক, ফেরদৌস আলম। বৃহস্পতিবার আদালতে আব্দুল মান্নান বাদে সবাই উপস্থিত ছিলেন।

৩০ কোটি ৮৩ লাখ ৭৬ হাজার অর্থ আত্মসাতের অভিযোগে ২০১১ সালের ৩০ নভেম্বর সোস্যাল ইসলামী ব্যাংকের বগুড়া শাখার ব্যবস্থাপক শফিকুল ইসলাম সদর থানায় ২২ জনের বিরুদ্ধে ওই মামলা করেন। পরে মামলার অভিযোগপত্রে নয়জনকে আসামি করা হয়। মামলার তদন্ত করে দুদক।

এ বিভাগের আরো খবর