করোনাভাইরাস প্রতিরোধের টিকা নেয়ার দুই সপ্তাহের কম সময়ে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব মো. মোহসীন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সেলিম হোসেন নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনা পজেটিভ হয়ে অসুস্থবোধ করায় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৭ ফেব্রুয়ারি রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে তিনি টিকা নিয়েছিলেন।
ত্রাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সেলিম আরও বলেন, ১৮ ফেব্রুয়ারি ত্রাণসচিব মো. মোহসীন করোনার নমুনা পরীক্ষা করতে দেন। ১৯ ফেব্রুয়ারি ফল পজিটিভ আসে।
তিনি আরও জানান, বর্তমানে মোহসীনের একটু শ্বাসকষ্ট ও কাশি রয়েছে।
গত ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম টিকা নেন হাসপাতালটির সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা।
এরপর ৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে গণটিকাদান শুরু হয়। বুধবার সন্ধ্যা পর্যন্ত টিকা নিয়েছেন ২৬ লাখের বেশি মানুষ।