বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পর্নোগ্রাফি চক্রের চার সদস্য গ্রেপ্তার

  •    
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ২০:২৫

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব জানান,গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজসে অবৈধভাবে অশ্লীল ছবি ও ভিডিও কম্পিউটার ও মোবাইল ফোনে সংরক্ষণ, বিক্রি ও বিতরণ করে আসছিলেন।

রাজধানীর কেরানীগঞ্জে বিশেষ অভিযানে পর্ন ভিডিও সংরক্ষণ ও বিক্রির সঙ্গে জড়িত একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কেরানীগঞ্জ ইমামবাড়ী কবরস্থান রোডের মোদাচ্ছের মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-১০।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আরিফুল ইসলাম, পারেভজ আলী, মো. রনি ও মো. আব্দুল্লাহ।

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব বিষয়টি নিশ্চিত করে জানান, র‌্যাব-১০ এর একটি দল বিশেষ অভিযান চালিয়ে পর্ন ভিডিও সংরক্ষণ ও বিক্রি করার চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে।

এএসপি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজসে অবৈধভাবে অশ্লীল ছবি ও ভিডিও কম্পিউটার ও মোবাইল ফোনে সংরক্ষণ, বিক্রি ও বিতরণ করে আসছিলেন।

এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে তিনটি কম্পিউটার মনিটর, তিনটি সিপিইউ, তিনটি মাউস, সাতটি হার্ডডিস্ক, একটি কী-বোর্ড, পাঁচটি কার্ডরিডার ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ বিভাগের আরো খবর