ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (অর্থ) শ্যামল কুমার মুখার্জীর স্ত্রী শর্মীলা চ্যাটার্জীর একটি মিউজিক ভিডিওর উদ্বোধন করেছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া’ শিরোনামের মিউজিক ভিডিওতে কণ্ঠ দেয়ার পাশাপাশি মডেল হিসেবে অভিনয় করেছেন শর্মীলা চ্যাটার্জী ও ডিসি শ্যামল কুমার মুখার্জী।
বুধবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এই মিউজিক ভিডিওর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
এ সময় ডিএমপি কমিশনার বলেন, ‘রবীন্দ্রনাথের গানগুলো বেশ পরিচিত। যেগুলো আমরা সচরাচর শুনে থাকি সেগুলো আমাদের মনে গেঁথে থাকে। রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতি গাওয়া খুব কঠিন একটা বিষয়। আধুনিক গান ভিন্নভাবে গাওয়ার সুযোগ থাকলেও নজরুলগীতি ও রবীন্দ্রসঙ্গীত ভিন্নভাবে গাওয়ার সুযোগ নেই। তাদের সুর করা গান বেসিক জায়গায় থেকে গাওয়া খুব কঠিন। এটা খুব ভালো উদ্যোগ। এ চর্চাটা অব্যাহত থাকবে সেই কামনা করি।’
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিএমপির উপকমিশনার (অর্থ) শ্যামল কুমার মুখার্জী। শুভেচ্ছা বক্তব্য রাখেন শর্মিলী চ্যাটার্জী। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন এ এইচ তুর্য।
অনুষ্ঠানে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম, গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার, ডিএমপির অতিরিক্ত কমিশনার (এডমিন) মীর রেজাউল আলম, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) কৃষ্ণপদ রায়সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।