বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘ধ্রুবতারা’র পর এলো ‘আকাশ তরী’

  •    
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ১৯:৩৫

বিমান কর্মকর্তারা জানান, নতুন উড়োজাহাজগুলো দিয়ে ঢাকা থেকে কলকাতা, দিল্লি, চেন্নাই, কাঠমান্ডু, গুয়াংজু এবং ব্যাংককে ফ্লাইট পরিচালনা করা হবে। পাশাপাশি সিলেট থেকে চট্টগ্রাম ও কক্সবাজার এবং যশোর থেকে চট্টগ্রাম ও কক্সবাজার রুটেও ফ্লাইট পরিচালনায় ব্যবহার করা হবে এসব উড়োজাহাজ।

আরও একটি ড্যাশ এইট উড়োজাহাজ পেল রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনস। কানাডা থেকে বুধবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ৭৮ আসনের উড়োজাহাজটি।

নতুন এ উড়োজাহাজের নাম ‘আকাশ তরী’ রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে বিমানের বহরে যুক্ত হলো নিজস্ব দুটি ড্যাশ এইট উড়োজাহাজ। একই মডেলের আরেকটি উড়োজাহাজ দেশে আসার কথা আগামী ৪ মার্চ।

কানাডার উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড থেকে নিজস্ব অর্থায়নে কেনা তিনটি উড়োজাহাজের প্রথম ড্যাশ এইট বিমানের বহরে যুক্ত হয় গত ২৭ ডিসেম্বর। বিমানের পরিকল্পনা অনুযায়ী এই উড়োজাহাজগুলো ব্যবহার করা হবে অভ্যন্তরীণ ও আঞ্চলিক গন্তব্যে যাত্রী পরিবহনে।

বিমান কর্মকর্তারা জানান, নতুন উড়োজাহাজগুলো দিয়ে ঢাকা থেকে কলকাতা, দিল্লি, চেন্নাই, কাঠমান্ডু, গুয়াংজু এবং ব্যাংককে ফ্লাইট পরিচালনা করা হবে। পাশাপাশি সিলেট থেকে চট্টগ্রাম ও কক্সবাজার এবং যশোর থেকে চট্টগ্রাম ও কক্সবাজার রুটেও ফ্লাইট পরিচালনায় ব্যবহার করা হবে এসব উড়োজাহাজ।

আরও পড়ুন: ধ্রুবতারা নাম দিলেন প্রধানমন্ত্রী

স্বল্প দূরত্বের গন্তব্যের জন্য বিশ্বব্যাপী বেশ জনপ্রিয় ড্যাশ এইট উড়োজাহাজ। টার্বো প্রপেলর জাতীয় এ উড়োজাহাজ পূর্ণ জ্বালানিতে ২৭ হাজার ফুট উচ্চতায় ৬৬৭ কিলোমিটার বেগে পাড়ি দিতে পারে ২ হাজার ৪০ কিলোমিটার।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নতুন এই উড়োজাহাজটিসহ বহরে উড়োজাহাজের সংখ্যা হলো ২০। এর মধ্যে ১৫টি নিজস্ব ও পাঁচটি ভাড়ায় আনা।

নিজস্ব ১৫টির মধ্যে বোয়িং ৭৭৭-৩০০ ইআর চারটি, বোয়িং ৭৮৭-৮ চারটি, বোয়িং ৭৮৭-৯ দুটি, বোয়িং ৭৩৭ দুটি এবং ড্যাশ এইট তিনটি, যার একটি ভাড়ায় আনা হলেও পরে কিনে নেয় বিমান।

ড্যাশ এইট মডেলের আরেকটি উড়োজাহাজ আগামী মাসে যুক্ত হলে বিমানের বহরের সংখ্যা দাঁড়াবে ২১টি। তিনটি উড়োজাহাজেরই নাম দিয়েছেন প্রধানমন্ত্রী। ডিসেম্বরে আসা উড়োজাহাজের নাম ‘ধ্রুবতারা’। মার্চে যেটি আসবে তার নাম ‘শ্বেত বলাকা’।

উড়োজাহাজটি গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরকে আধুনিকায়ন করার জন্য কাজ করছেন। তার অংশ হিসেবেই নতুন উড়োজাহাজ আকাশ তরী আজ দেশে এসেছে। আগামী ৪ মার্চ তৃতীয় ড্যাশ এইট উড়োজাহাজটি দেশে এসে পৌঁছাবে।

‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও তত্ত্বাবধানে ইতিমধ্যেই বিমানের বহরে সম্পূর্ণ নতুন ও অত্যাধুনিক ১৩টি নিজস্ব উড়োজাহাজ যুক্ত হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে এই ড্যাশ এইট উড়োজাহাজগুলো যুক্ত হওয়ার ফলে বিমান তার অভ্যন্তরীণ ও স্বল্প দূরত্বের আন্তর্জাতিক রুটগুলোতে ফ্লাইট ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করবে। একই সঙ্গে যাত্রীদের আরও উন্নত ইন-ফ্লাইট সেবা প্রদান করা সম্ভব হবে।’

এ বিভাগের আরো খবর