রাজধানীর দক্ষিণ বাড্ডায় এক ব্যক্তিকে তার ছোট দুই ভাই হাতপা বেঁধে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
৪৭ বছর বয়সী নিহত ওই ব্যক্তির নাম সৈয়দ আব্দুল আলা।
পুলিশ জানিয়েছে, বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। হত্যার অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ।
বাড্ডা থানার পরিদর্শক (অপারেশনস্) মোহাম্মদ ইয়াসীন গাজী বলেন, নিহত সৈয়দ আবদুল আলা তার বাবা ও ছোট দুই ভাইয়ের সঙ্গে বাড্ডার একটি বাসায় ভাড়া থাকতেন। আবদুল আলা মাদকাসক্ত ছিলেন। তিনি প্রায়ই তার বাবা ও ভাইদের মারধর করতেন।’
ইয়াসমীন গাজী বলেন, ‘বুধবার সকালে আবদুল আলা নেশার টাকার জন্য তার বাবাকে লাঠি দিয়ে পেটাতে থাকেন। এতে ক্ষিপ্ত হয়ে তার দুই ভাই মোহাম্মদ আলী মিঠু ও সৈয়দ মুসা মনি সৈয়দ আবদুল আলার গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে। এরপরে তারা লাঠি দিয়ে আঘাত করে তাকে হত্যা করে।’
পরিদর্শক ইয়াসীন গাজী জানান, খবর পেয়ে বাড্ডা থানা পুলিশ ওই বাসায় গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। একই সঙ্গে আটক করা হয় মোহাম্মদ আলী মিঠু ও সৈয়দ মুসা মনিকে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।