বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হঠাৎ বিস্ফোরণে ‘ভূমিকম্প’ আতঙ্ক

  •    
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ১৮:১৯

মোহম্মদপুরের বাইতুল আমান হাউজিং এলাকায় বুধবার বিকেল পাঁচটার দিকে এ বিস্ফোরণ হয়। সেলিম সোহান নামে এক পথচারী বলেন, ‘মনে হল হঠাৎ বিস্ফোরণ, এরপরই মনে হল সব কাঁপছে, ভূমিকম্প হচ্ছে।

সড়কের নিচে হঠাৎ বিকট শব্দে কেঁপেছে মোহম্মদপুরের বাইতুল আমান হাউজিং এলাকা। ভূমিকম্প মনে করে আতঙ্কিত হয়ে পড়ে আশপাশের মানুষ।

বুধবার বিকেল পাঁচটার দিকে এক ঘটনা ঘটে। বাইতুল আমান হাউজিংয়ের সামনে মূল রাস্তায় বেশ কিছু অংশ থেবড়ে গেছে।

বিস্ফোরণের সময়টায় ওই পথ ধরে যাচ্ছিলেন চাকরিজীবী আরাফাত সেলিম সোহান। নিউজবাংলাকে তিনি বলেন, ‘মনে হল হঠাৎ বিস্ফোরণ, এরপরই মনে হল সব কাঁপছে, ভূমিকম্প হচ্ছে। রাস্তার এই অবস্থা দেখে বিশ্বাসই হচ্ছে না এটা স্যুয়ারেজ গ্যাসের বিস্ফোরণ।’

বাইতুল আমান হাউজিংয়ের এক্সিকিউটিভ মো সাজিদুল ইসলাম শাহিন নিউজবাংলাকে বলেন, ‘সোয়া পাঁচটার দিকে হঠাৎ বিকট শব্দ শুনতে পাই, এরপর বাইরে এসে দেখি রাস্তা ভেঙে গেছে। এটা স্যুয়ারেজ লাইনের জমা গ্যাসের বিস্ফোরণ। দুইমাস আগেও একবার এমন হয় তবে তখন রাস্তার এতো ক্ষতি হয়নি। এবারের চিত্র ভয়াবহ।’

বিস্ফোরণের পর পরই ঘটনাস্থলে উপস্থিত হন ফায়ার সার্ভিসের কর্মীরা। মোহাম্মদপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রায়ানুল আশরাফ নিউজবাংলাকে বলেন, ‘আমরা ধারণা করছি অনেক দিন ধরে জমে থাকা ময়লার গ্যাসের কারণে এই বিস্ফোরণ হয়েছে। ময়লার গ্যাস বের হওয়ার জন্য পাশে যে ঢাকনা ছিল সেটা কাদা মাটিতে আটকে গেছে তাই সে গ্যাস বের না হয়ে জমে গেছিল। সেটা বায়োগ্যাসে রূপান্তরিত হয়ে বিস্ফোরণ ঘটেছে।’

তিনি জানান, এই বিস্ফোরণে কোনো জানমালের ক্ষতি হয়নি। তবে বিস্ফোরণের সময় ঘটনাস্থলে কোনো গাড়ি থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল।

এ বিভাগের আরো খবর