২০০৫ সালে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় এক অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনকে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডের সাজা রদ করে যাবজ্জীবন সাজা দিয়েছে আপিল বিভাগ।
দুই আসামি হলেন- সোহেল ও রাজীব। এ দুই আসামিকে কনডেম সেল থেকে সাধারণ সেলে স্থানান্তরের আদেশ দিয়েছে আদালত।
বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চ এ রায় দেয়। মামলার অপর আসামি পিয়াসকে খালাস দিয়েছে আদালত। এ ছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি পাঁচ আসামি বিচার শেষ হওয়ার আগেই মারা গেছেন।
রায়ের বিষয়টি জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। তিনি জানান, এটি একটি চাঞ্চল্যকর মামলা। এখানে দেখা যায় এক ভাই খুনি ভাড়া করে অপর ভাই ও তার পরিবারকে হত্যা করেছেন।
আদালত সূত্রে জানা যায়,২০০৫ সালে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসিন্দা আক্তারকে অন্তঃসত্ত্বা স্ত্রী ও আড়াই বছরের শিশুকন্যাসহ হত্যা করে তারই ভাই সিরাজুল ও তার সন্তানরা। পারিবারিক কোন্দলে এ খুনের ঘটনা ঘটে।
এ ঘটনায় মামলা হয়। পরের বছর ২০০৬ সালের ৯ সেপ্টেম্বর সিরাজুলসহ ৮ জনকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দেয় বিচারিক আদালত।
এরপর ২০১২ সালে হাইকোর্ট ৮ জনেরই মৃত্যুদণ্ড বহাল রাখে। এরপর আপিল বিভাগে গেলে বুধবার এ রায় দেয় আদালত।