বিশেষ বিমানে লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৪৮ জন বাংলাদেশি। একই ফ্লাইটে ছিল দেশটিতে বিভিন্ন সময় মারা যাওয়া ৭ বাংলাদেশির মরদেহ।
ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বুধবার সকাল সাড়ে ৯টায়।
ফেরত আসা বাংলাদেশিদের সহায়তা দিয়েছে বেসরকরি সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচি।
ব্র্যাকের মাইগ্রেশন বিভাগের প্রধান শরিফুল হাসান নিউজবাংলাকে জানান, প্রবাসী কল্যাণ ডেস্ক ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহায়তায় ফেরত আসাদের খাবার ও জরুরি সহায়তা দিয়েছে সংস্থাটির একটি দল। এ ছাড়া আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বাড়ি যাওয়ার জন্য প্রত্যেককে অর্থ সহায়তা দিয়েছে।
লিবিয়া থেকে বাংলাদেশিদের নিয়ে ফ্লাইটি লিবিয়ার বেনিনা বিমানবন্দর থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় উড্ডয়ন করে।
ফেরত আসা বাংলাদেশিদের বেশিরভাগই ভ্রমণ ভিসায় দুবাই গিয়ে সেখান থেকে ইউরোপের ঢোকার লক্ষ্যে লিবিয়া গিয়েছিলেন।
প্রতি বছর বিপুলসংখ্যক বাংলাদেশি লিবিয়া হয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন।