‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে প্রতিবেদন প্রচারের কারণে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার ডিরেক্টর জেনারেল (এডিটিং কউন্সিল) মোস্তফা সোওয়্যাগসহ চারজনের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন ফেরত দিয়েছে আদালত।
বিচারক জানান, মামলাটির বিষয়ে রাষ্ট্রের বা সরকারের কোনো অনুমোদন না থাকায় এটি ফেরত পাঠানো হলো।
২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের হাকিম শহিদুল ইসলামের আদালত মামলাটি গ্রহণযোগ্য কি না এ প্রশ্নে শুনানি করেন। সন্ধ্যায় বিচারক মামলাটির বিষয়ে আদেশ দেন।
বিচারক বলেন, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে কোনো মামলা করতে গেলে সরকারের অনুমোদন প্রয়োজন হয়। তাই অনুমোদন না থাকায় মামলাটি গ্রহণ করা বা অন্য কোনো আদেশ দেয়া সম্ভব নয়।
আরও পড়ুন: আল জাজিরার বসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা চলবে?
এর আগে দুপুরে আদালত জানতে চায়, বিদেশি নাগরিকের বিরুদ্ধে এই দেশে মামলা চলতে পারে কি না? জবাবে আইনজীবী আবদুল খালেক বলেন, দণ্ডবিধির ৩ ও ৪ ধারা অনুযায়ী বিদেশি নাগরিকের বিরুদ্ধেও এ মামলা চলতে পারে।
গত ১৭ ফেব্রুয়ারি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালতে এই চারজনের বিরুদ্ধে মামলার আবেদন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক।