জনকল্যাণে ভূমিকা রেখে পুলিশ বাহিনী ‘হ্যামিলনের বাঁশিওয়ালা’ হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।
তিনি বলেন, ‘জনগণের কল্যাণে কাজ করার অপার সুযোগ রয়েছে পুলিশের। পুলিশ হতে পারে হ্যামিলনের বাঁশিওয়ালা, সোশ্যাল লিডার।’
মঙ্গলবার দুপুরে পুলিশ সদরদপ্তরের সম্মেলন কক্ষে ৩৮তম বিসিএসের (পুলিশ) নবীন কর্মকর্তাদের ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, ‘পুলিশের কাছে জনগণের প্রত্যাশা বেশি, সমাজের চাহিদা বেশি। জনগণ, সমাজ, মিডিয়া প্রতিনিয়ত পুলিশকে ওয়াচ করে। জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই।’
দুর্নীতিমুক্ত পুলিশ গড়ার অঙ্গীকার জানিয়ে বেনজীর আহমেদ বলেন, ‘পুলিশ বাহিনীতে দুর্নীতির কোনো সুযোগ নেই। পুলিশে এসে কারো অবৈধ উপায়ে, অবৈধ অর্থ আয়ের ইচ্ছা থাকলে চাকরি ছেড়ে চলে যান।’
আইজিপি বলেন, ‘আমরা জনগণের সাথে অসদাচরণ করা থেকে বেরিয়ে আসতে চাই। পেশিশক্তি নয়, ব্যবহার করতে হবে আইনি সক্ষমতা।’
ব্রিফিং অনুষ্ঠানে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিরাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ পুলিশের ওপর একটি ভিডিওচিত্র দেখানো হয়।
৩৮তম বিসিএসে (পুলিশ) ৯৭ জন কর্মকর্তা যোগদান করেছেন।