আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং, পিপলস লিজিং, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির (বিআইএফসি) অনিয়ম তদন্তে কমিটি পুনর্গঠন করেছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি খুরশিদ আলম সরকারের একক বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতের নির্দেশে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খানকে প্রধান করে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পাঁচ সদস্যের কমিটির একটি তালিকা দেয়া হয়। ওই তালিকায় আরও দুইজন যুক্ত করে দেয় আদালত।
কমিটির বাকি সদস্যরা হলেন- কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক এ কে এম ফজলুর রহমান, দুই মহাব্যবস্থাপক কবির আহমেদ ও নুরুল আমিন। সদস্য সচিব করা হয়েছে উপমহাব্যবস্থাপক সারোয়ার হোসেনকে।
এরপর মঙ্গলবার সাবেক জেলা ও দায়রা জজ মহিদুল ইসলাম এবং সাবেক সচিব নুরুর রহমানকে যুক্ত করা হয়। এ কমিটিকে তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আর্থিক প্রতিষ্ঠানগুলোতে যে ধরনের অনিয়ম ও লুটপাট হয়েছে, ভবিষ্যতে যাতে এমন ঘটনা না হয়, এ জন্য পরামর্শ দেবে কমিটি। তারা আর্থিক প্রতিষ্ঠানের অনিয়মের ঘটনা খতিয়ে দেখবে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকে যারা দায়িত্বে ছিলেন, তাদের ভূমিকাও খতিয়ে দেখবে কমিটি।
এ ছাড়া কমিটি কেন্দ্রীয় ব্যাংকের যেকোনো বিভাগ, কর্মকর্তার পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ও জিজ্ঞাসাবাদ করতে পারবে।
বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির (বিআইএফসি) অনিয়ম তদন্তে কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল আদালত। এরপর গত ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক কমিটি গঠন করে। পাঁচজন সদস্য নিয়ে ওই কমিটি গঠন করা হয়। আদালত সেটি দেখে আরও দুইজনকে যুক্ত করে দেয়।