বিভিন্ন সময়ে কারাভোগ করা ২৪ বাংলাদেশি নাগরিককে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে দেশে বর্ডার গার্ড বাংলাদেশের কাছে ফেরত দিয়েছে মিয়ানমার।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় মিয়ানমার তাদের বাংলাদেশের কাছে হস্তান্তর করে।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সল হাসান খান বলেন, ‘মিয়ানমারের অভ্যন্তরে ১ নম্বর এন্ট্রি-এক্সিট পয়েন্ট, মংডুতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এবং ৪ নম্বর বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের মধ্যে পতাকা বৈঠক হয়। পতাকা বৈঠকের মাধ্যমে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি মিয়ানমারে সাজাভোগ করা ২৪ জন বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করেছে।’
তিনি জানান, মিয়ানমার থেকে ফেরত আনা ২৪ জন নাগরিককে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সমন্বয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা নেয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক তৎপরতায় মিয়ানমারের সিট্যুয়ে প্রদেশের বাংলাদেশ কনস্যুলেটের মিশন প্রধানের সার্বিক সহযোগিতায় তাদের ফিরিয়ে আনা হয়েছে বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।