মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আবু সালেহ মোস্তফা কামাল। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মঙ্গলবার জারি করা প্রজ্ঞাপনে তাকে এমডি করার বিষয়টি জানানো হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু সালেহ মোস্তফা কামাল।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
সালেহর আগে এই পদে ছিলেন মোকাব্বির হোসেন। তাকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মঙ্গলবার জারি করা প্রজ্ঞাপনে সরকারের এ নির্দেশনা জানানো হয়।
আরেকটি প্রজ্ঞাপনে কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান সায়েদুল ইসলামকে সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সায়েদুল।