বিমানবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার রোকসানা আক্তার জানান, বাংলাদেশ বিমানের বিজি ফ্লাইট ১২৮ এ তল্লাশি করে যাত্রীর সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় ১৫০টি স্বর্ণের বার পাওয়া যায়। ওজন প্রায় সাড়ে ১৭ কেজি।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে প্রায় সাড়ে ১৭ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস, শুল্ক গোয়েন্দা ও এনএসআইয়ের সম্মিলিত অভিযানে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
বিমানবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার রোকসানা আক্তার জানান, বাংলাদেশ বিমানের বিজি ফ্লাইট ১২৮ এ তল্লাশি করে যাত্রীর সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় ১৫০টি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দ করা স্বর্ণের ওজন ১৭ কেজি ৪০০ গ্রাম। এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।তিনি জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।